শান্তিনিকেতন, তারাপীঠ বা কঙ্কালীতলায় যেতে বাধ্যতামূলক করোনা পরীক্ষা
রিপোর্ট পজিটিভ হলে আইসোলেশনে পাঠাবে প্রশাসন।
গোপাল চট্টোপাধ্যায়, বীরভূম: শান্তিনিকেতন, তারাপীঠ অথবা কঙ্কালীতলায় যেতে হলে এবার থেকে বাধ্যতামূলক করোনা পরীক্ষা। বীরভূমের তিনটি জায়গায় তৈরি হচ্ছে ৬টি কিয়স্ক পয়েন্ট। স্থানীয় প্রশাসনেক তরফে জানানো হয়েছে এর মধ্যে রামপুরহাট মহকুমায় তিনটি চেক পয়েন্টে করোনা পরীক্ষা করা হবে। রিপোর্ট পজিটিভ হলে আইসোলেশনে পাঠাবে প্রশাসন।
তারাপীঠের মতো কঙ্কালীতলা ও শান্তিনিকেতনেও একইভাবে থাকছে করোনা কিয়স্ক। কোভিড টেস্টের পাশাপাশি সংগ্রহ করা হবে ভ্যাকসিনেশন সংক্রান্ত তথ্যও। জানা গিয়েছে, মঙ্গলবার থেকেই কার্যকর হচ্ছে এই নিয়ম। উল্লেখ্য, সব রকম নিয়ম মেনে তবেই মন্দিরে প্রবেশের অনুমতি মিলবে।
রাজ্যে দ্বিতীয় ঢেউ নিয়ন্ত্রণে। ধীরে ধীরে শিথিল হচ্ছে কোভিড বিধিনিষেধ। অন্যদিকে বীরভূমের বিভিন্ন পর্যটন স্থানে ভিড় জমাতে শুরু করেছেন পর্যটকরা। তবে এই ভিড়ে সংক্রমণ যাতে না বাড়ে সেকথা মাথায় রেখেই আগে-ভাগে ব্যবস্থা নিচ্ছে প্রশাসন।
কাথায় কোথায় থাকছে কিয়ক্স? একটি বিবৃতি দিয়ে প্রশাসনের তরফে জানানো হয়েছে, শান্তিনিকেতনে এই কিয়স্ক করা হয়েছে কাশীপুর বাইপাস এবং জামবুনি টোল ট্যাক্স পয়েন্টে। কঙ্কালীতলার জন্য কিয়স্ক করা হয়েছে মন্দির সংলগ্ন এলাকায়। অন্যদিকে, তারাপীঠ যেতে চাওয়া পর্যটকদের কোভিড পরীক্ষা করার জন্য কিয়স্ক করা হয়েছে ফুলিরডাঙা বাস টার্মিনাসে। এ ছাড়াও কিয়স্ক করা হয়েছে আতলা মোড় ও বালিয়া মোড়ে।