এক্সপ্লোর
রাজ্যে দৈনিক করোনা আক্রান্তের সংখ্যা ৩,৮৩৫, সুস্থ ৪,৪৬৮
বর্তমানে রাজ্যে চিকিৎসাধীন করোনা আক্রান্তের সংখ্যা ৩১ হাজার ৫০১।

কলকাতা: টানা দ্বিতীয় দিন রাজ্যে করোনায় পঞ্চাশের ওপর মৃত্যু!আক্রান্তের সংখ্যা অবশ্য চার হাজারের নিচেই! ভারতে ইতিমধ্যেই করোনা আক্রান্তের সংখ্যা অষ্টআশি লক্ষ ছুঁইছুঁই!মৃতের সংখ্যা ১ লক্ষ ২৮ হাজার পেরিয়ে গেছে। শুক্রবার রাজ্য স্বাস্থ্য দফতরের বুলেটিন অনুযায়ী,গত ২৪ ঘণ্টায় বাংলায় করোনায় মৃত্যু হয়েছে ৫১ জনের। বৃহস্পতিবার সংখ্যাটা ছিল ৫৪।বুধবার ৪৯। শুক্রবার রাজ্য স্বাস্থ্য দফতরের বুলেটিন অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় বাংলায় করোনা আক্রান্ত হয়েছেন ৩ হাজার ৮৩৫ জন।বৃহস্পতিবার সংখ্যাটা ছিল ৩ হাজার ৮৫৬।বুধবার ৩ হাজার ৮৭২।এই নিয়ে বাংলায় মোট করোনা আক্রান্তের সংখ্যা ৪ লক্ষ ২৪ হাজার ৬৭৫।মৃতের সংখ্যা ৭ হাজার ৫৫৭। আর এখনও পর্যন্ত রাজ্যে সুস্থ হয়েছেন ৩ লক্ষ ৮৫ হাজার ৬১৭ জন। এর মধ্যে গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ৪ হাজার ৪৬৮ জন। রাজ্যে সুস্থতার হার ৯০.৮০ শতাংশ। বর্তমানে রাজ্যে চিকিৎসাধীন করোনা আক্রান্তের সংখ্যা ৩১ হাজার ৫০১।
খবর (News) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও পড়ুন






















