এক্সপ্লোর
Advertisement
আজকের রাশিফল
মেষ
প্রেম প্রণয়ে বদনাম আসতে পারে । বাড়িতে চুরির ব্যাপারে সতর্ক হন । ব্যবসাতে আয় ও সঞ্চয় বাড়তে পারে । প্রতিবেশীর সঙ্গে বেশি কথায় যাবেন না । নিম্নাঙ্গে ব্যথা।
বৃষ
কোনও গুরুজনের সাহায্যে বিপদ থেকে মুক্তি। পড়াশোনায় উৎসাহ বাড়তে পারে । কোনও বাজে কাজে যুক্ত হতে পারেন । প্রিয়জনের কাছ থেকে আঘাত । মুখমণ্ডলে কোনও রোগ বাড়তে পারে ।
মিথুন
সকাল থেকে ভালমন্দ মিশিয়ে কাটতে পারে । গুরুদেবের সাহায্যে আধ্যাত্মিক উন্নতি । সকলকে নিয়ে ভ্রমণে যাওয়ার পক্ষে ভাল দিন । শ্রম দক্ষতা থাকা সত্ত্বেও কর্মে অবনতি।
কর্কট
ব্যবসায় বেশি টাকা লাগাবেন না । খারাপ কিছু হতে পারে । পরিবারে নিজেকে না বোঝাতে পারায় মানসিক কষ্ট বাড়বে । সন্তানের ব্যাপারে কোনও শুভ ফল আশা করা যায় । বাড়িতে শুভ কিছুর আয়োজন ।
সিংহ
আজ কোনও উন্নতির জন্য রাস্তা খুলতে পারে । মা বাবা নিয়ে চিন্তা বাড়তে পারে । রাস্তার কোনও লোকের জন্য ব্যস্ত হতে হবে । পুরনো কোনও রোগ বাড়তে পারে । ফাটকা লাভের আশা ।
কন্যা
কাটা ছেঁড়ার ফলে রক্তপাত । প্রেমের ব্যাপারে নানা ফন্দি । কর্মস্থানে কোনও মহিলা নিয়ে অশান্তি । পরের উপকার করতে গিয়ে অপবাদ । ব্যবসার জন্য নতুন কিছু চিন্তা ভাবনা ।
তুলা
অতিরিক্ত ব্যয়ের জন্য বাড়িতে সকলের আলোচনা । প্রেমের দিকে নিঃসঙ্গ সময় কাটাতে হবে । ব্যবসা নিয়ে মানসিক উদ্বেগ বাড়তে পারে । ছোটদের সঙ্গে ঝামেলা ।
বৃশ্চিক
মায়ের দিক ঠিক রাখতে গিয়ে স্ত্রীর কথায় মনের কষ্ট বাড়তে পারে । পথে ঘাটে ধীরে চলুন, রক্তপাতের যোগ দেখা যাচ্ছে । ব্যবসার কোনও পাওনা টাকা আদায় হতে পারে । কিছু প্রাপ্তি হওয়ার আশা আছে ।
ধনু
আজ অতিরিক্ত মাদক নেশার দিকে টানতে পারে, খুব সাবধান হন । যাঁরা চাকরি করেন, তাঁদের কর্মস্থানে সম্মান বৃদ্ধি। উৎসাহের সঙ্গে যে কাজ করবেন তাতে সাফল্য পাবেন। হজমের গণ্ডগোল হতে পারে।
মকর
আজ কোনও শত্রুর সঙ্গে অশান্তির মানসিকতা বাড়তে পারে । চিত্রশিল্পীদের প্রতিভার বিকাশে আয় বৃদ্ধি । আজ কোনও ভ্রমণের যোগাযোগ করবেন না । গুরুজনের সঙ্গে বিবাদ ।
কুম্ভ
দৈহিক রোগের কারণে কর্মস্থানে কাজের ব্যাঘাত । অর্থ সমস্যা মেটাতে ধার হতে পারে । সংসার খরচ বাড়াতে স্বামী স্ত্রী অশান্তি । ভাই বোনে সম্পর্ক সমস্যা মিটে গিয়ে উন্নতি ।
মীন
বাড়িতে আজ সকাল থেকে খিটিমিটি লেগে থাকবে । তবে অর্থ ভাগ্য মোটের উপর ভালো যাবে । যাঁরা সম্পদ কেনা বেচা করেন তাঁরা ভালো ফল পেতে পারেন । বন্ধু সাহায্য আছে।
খবর (News) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
খবর
জেলার
ক্রিকেট
জেলার
Advertisement