এক্সপ্লোর
Advertisement
আজকের রাশিফল
মেষ
প্রেমের জন্য মনে আনন্দ বৃদ্ধি । গুরু জনের সঙ্গে আলোচনাতে বিপদ থেকে উদ্ধার । স্ত্রীর সঙ্গে হালকা বিবাদ । অর্থ ভাগ্য ভাল । বন্ধুর সঙ্গে বেশি সময় ব্যয় । সংসারে খরচ বৃদ্ধি ।
বৃষ
শক্ত মনোভাবের জন্য বাড়িতে বিবাদ । ব্যবসার জন্য ঋণ গ্রহণ হতে পারে । চাকরির বদলির জন্য চাপ বৃদ্ধি । শত্রুর বিরুদ্ধে প্রতিশোধের মনোভাব । রোগের জন্য খরচ বৃদ্ধি ।
মিথুন
সংসারে শান্তির জন্য ব্যাপক চেষ্টা । প্রেমের জন্য নতুন কোনও চিন্তা ভাবনা । আলসার জাতীয় রোগের বৃদ্ধি । জলপথে বিপদ বাড়তে পারে । অংশীদারি ব্যবসায় খুব ভাল করে নজর দিন ।
কর্কট
কাজে বিভ্রান্তি ঘটতে পারে । চাকরির স্থানে উচ্চব্যক্তির কাছে অপমান । ব্যবসা বৃদ্ধি পাওয়ার জন্য মনে আনন্দ বৃদ্ধি । বন্ধুর ছলনাতে মনে কষ্ট । সমাজের উপকার করে সুনাম ।
সিংহ
সাবধানে চলাফেরা করুন, আঘাত লাগতে পারে । অনেক দিন পরে কর্মে আনন্দ বৃদ্ধি । নতুন কোনও কাজ আপনাকে আজ ব্যস্ত রাখবে । মহিলা থেকে সাবধান থাকুন ।
কন্যা
আয়ের পথ সুগম হতে পারে । আইনি কোনও ভাল সুযোগ আসতে পারে । রাজনীতির লোকেদের মনে একটু ভয় আসতে পারে । রাস্তায় অপরকে উপকার করতে গিয়ে বিপদ বৃদ্ধি ।
তুলা
সকাল থেকে বাড়িতে স্ত্রীর সঙ্গে ঠোকাঠুকি লেগে থাকবে । আপনার ভয়ের সুযোগ প্রতিবেশী নিতে পারে । ভাইবোনের সঙ্গে মতবিরোধে মন কষ্ট বৃদ্ধি । আইনি কাজ ভাল হবে ।
বৃশ্চিক
আয় ভাল থাকবে, আত্মীয়ের সঙ্গে বিবাদ এড়িয়ে চলুন । বিবাহিত জীবনে সুখের খবর আসতে পারে । গুপ্ত শত্রুর ব্যাপারে সাবধান । প্রেমে মনের কথা বোঝাতে পারবেন না ।
ধনু
মনের অস্থিরতা বৃদ্ধির ফলে বাড়ির কাজে ভুল । অর্শ পীড়া নিয়ে কষ্ট বৃদ্ধি । চাকরির কোনও নতুন যোগাযোগ আসতে পারে । অর্থ নিয়ে সংসারে মতবিরোধ । সন্তানের জন্য আনন্দ বৃদ্ধি ।
মকর
শত্রু ভয় বাড়তে পারে । কোনও কাজে বার বার গিয়েও সাফল্য আসবে না । বাড়িতে দূরের আত্মীয় আসতে পারে । সম্পত্তি নিয়ে কোনও সুযোগ হাতছাড়া হতে পারে ।
কুম্ভ
প্রেমের ব্যাপারে নতুন যোগাযোগ হতে পারে । বাড়িতে কোনও সুন্দর জিনিস কেনার জন্য খরচ বাড়তে পারে । গুরুজনের সঙ্গে বাজে ব্যবহারের জন্য মন কষ্ট । পেটের সমস্যা বাড়তে পারে ।
মীন
কর্মস্থানে কোনও গোলযোগ নিয়ে চাপ বাড়তে পারে । স্বামী স্ত্রী অশান্তি অনেক দূর পর্যন্ত যেতে পারে । ব্যবসার দিকে ভাল খবর আসতে পারে । পড়াশোনার জন্য ভাল সময় । জ্যোতিষ শ্রী জয়দেব
খবর (News) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
ক্রিকেট
জেলার
ক্রিকেট
জেলার
Advertisement