এক্সপ্লোর
Advertisement
আজকের রাশিফল
মেষ
পূজা পাঠের জন্য খরচ বৃদ্ধি । প্রিয়জনের কাছ থেকে প্রচুর ভালবাসা পাবেন । পড়াশোনায় কোনও উচ্চব্যক্তির সাহায্য পেতে পারেন । বন্ধুর জন্য বিপদ থেকে উদ্ধার । রক্ত চাপ বৃদ্ধি ।
বৃষ
আজ সকাল থেকে দাঁতের যন্ত্রণায় কষ্ট পেতে পারেন । ব্যবসায় কোনও শত্রুর জন্য ক্ষতি হতে পারে । প্রেমের জন্য মনে আজ খুব আনন্দ থাকবে ।
মিথুন
আজ কারও উপকার করতে গিয়ে সুনাম পাবেন । তবে ব্যবসার দিকে একটু বাধা আসতে পারে । দুপুরের পরে বাড়তি কোনও ব্যবসা থেকে লাভ পেতে পারেন ।
কর্কট
ভাল কাজ করে আজ সুনাম পাবেন । নতুন কোনও বন্ধু পেতে পারেন । ব্যবসায় কাজের চাপ বাড়তে পারে । প্রেমের জন্য অশান্তি বৃদ্ধি । অসৎ লোক থেকে সাবধান ।
সিংহ
রোগ থেকে মুক্তি লাভ । কোনও অপরিচিত ব্যক্তি থেকে সাবধান । ব্যবসার দিকে সম্মান ও লাভ বাড়তে পারে । পেটের কোনও সমস্যার জন্য আজ কাজের ক্ষতি হতে পারে ।
কন্যা
পাওনা অর্থ আদায়ে দেরি হতে পারে । কোনও উপহার পেতে পারেন আজ । শরীরের দিকে কোনও কষ্ট বাড়তে পারে । স্ত্রীর জন্য মানসিক চাপ বৃদ্ধি । বাড়তি কোনও খরচ হতে পারে ।
তুলা
আজ রাগের মাত্রা বাড়তে পারে । প্রেমের জন্য বাড়িতে বিবাদ হতে পারে । ব্যবসায় ভাল ফল পাবেন না । চাকরির স্থানে কাজের চাপ বৃদ্ধি । পিতার শরীর নিয়ে চিন্তা ও খরচ ।
বৃশ্চিক
নিজের মতে চলবার জন্য বাড়িতে বিবাদ । শরীরে দিকে নজর দিন। শরীর খারাপের সম্ভাবনা আছে। পিতার সঙ্গে কোনও ব্যবসার আলোচনা করতে পারেন । বাড়তি কোনও খরচের জন্য বাড়িতে বিবাদ হতে পারে ।
ধনু
ব্যবসার দিকে বাড়তি লাভ আসতে পারে । নিজের বুদ্ধির জোরে শত্রুর মোকাবিলা । বাড়ির কোনও কাজের জন্য ঋণ গ্রহণ হতে পারে । কোথাও ভ্রমণের জন্য বাড়িতে আলোচনা করতে পারেন ।
মকর
গান বাজনায় আগ্রহ বৃদ্ধি । পড়াশোনার জন্য মনে ভয় ভাব আসতে পারে। স্ত্রীর সঙ্গে কোনও ছোট কারণে বিবাদ হতে পারে । ব্যবসার জন্য ঋণ গ্রহণ হতে পারে । সম্পত্তি কেনা বেচার ভাল দিন ।
কুম্ভ
আজ আপনার জন্য কেউ আঘাত পেতে পারেন । ব্যবসায় বাড়তি লাভের জন্য মনে আনন্দ । চাকরির স্থানে সুনাম বাড়তে পারে । চিকিৎসার জন্য খরচ বাড়তে পারে ।
মীন
আজ কোনও নতুন কাজের জন্য মনে ভীতি সঞ্চার হতে পারে । ব্যবসার ক্ষেত্রে সময় ভাল নয় । ভাল কাজের দিকে বাধা আসতে পারে। পড়াশোনার জন্য সুযোগ মিলতে পারে । মাথার যন্ত্রণা বৃদ্ধি । জ্যোতিষ শ্রী জয়দেব
খবর (News) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
জেলার
জেলার
জেলার
খুঁটিনাটি
Advertisement