এক্সপ্লোর
Advertisement
দেগঙ্গা থেকে লেকটাউন, ডেঙ্গুর দাপটে এই দুই জায়গায় মৃত্যু সবচেয়ে বেশি
কলকাতা: দেগঙ্গা এবং লেকটাউন। এই দু’জায়গাতেই জ্বরের দাপট। আক্রান্ত বহু। দেগঙ্গায় মৃত্যুও হয়েছে একাধিক।
ডেঙ্গি কেড়ে নিয়েছে আরও দুই রাজ্যবাসীর প্রাণ। যাঁদের মধ্যে একজন ছিল অন্তঃসত্ত্বা!
অন্যদিকে দেগঙ্গায় অজানা জ্বরে মৃত্যু হয়েছে আরও ৪ জনের। গত ২৩ তারিখ দেগঙ্গারই বাসিন্দা গঙ্গা কর্মকার মারা গিয়েছেন। পরিবারের দাবি, ডেঙ্গিতে মৃত্যু। ১০ দিনে ৩ জন মারা গিয়েছে। পরিস্থিতি এমন ভয়াবহ যে মেয়ের বিয়ে হচ্ছে, মা-বাবা হাসপাতালে ভর্তি।
খেজুরডাঙা গ্রামের বাসিন্দা, ৭ বছরের অর্পিত দালাল। ৪ দিন ধরে জ্বর আক্রান্ত। নাক দিয়ে রক্ত বেরোচ্ছে।
স্থানীয় প্রশাসনের বিরুদ্ধেও উদাসীনতার অভিযোগ উঠেছে।
আতঙ্ক যেমন জেলায়। আতঙ্ক তেমনি কলকাতাতেও। লেকটাউনের ঘরে ঘরে এখন ডেঙ্গি-বিভিষীকা!
রবিবার মৃত্যু হয়েছে, বছর আটত্রিশের অনু দাসের।
লেকটাউন কিমবা দেগঙ্গার ছবি প্রতিকী মাত্র। রাজ্যের বিভিন্ন জায়গায় আতঙ্কে কাঁটা হয়ে আছেন সাধারণ মানুষ। বিরোধীরা দাবি করছে, ব্যর্থতা ঢাকতে ডেঙ্গি নিয়ে তথ্য গোপন করছে রাজ্য সরকার। চিকিৎসকদের উপর চাপ দেওয়া হচ্ছে মৃত্যু হলে, ডেঙ্গি না লিখতে! বরং অজানা জ্বর কিংবা অন্যান্য কারণ লিখে দিতে। এই একই সুর চিকিৎসকদের একাংশের গলাতেও।
যদিও সরকারের দাবি, পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে। যা তথ্য রয়েছে, সবই প্রকাশ্যে আনা হচ্ছে। এসবের মধ্যেই মরছে মানুষ। বাড়ছে উদ্বেগ।
খবর (News) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
বিনোদনের
জেলার
ব্যবসা-বাণিজ্যের
ব্যবসা-বাণিজ্যের
Advertisement