Fake IAS Updates: ভুয়ো ভ্যাকসিনকাণ্ডের প্রতিবাদে শনিবার নবান্ন পর্যন্ত মিছিলের ডাক বিজেপির শ্রমিক সংগঠনের
বিজেপির রাজ্য দফতর থেকে নবান্ন পর্যন্ত মিছিলের ডাক দেওয়া হয়েছে
কলকাতা: ভুয়ো ভ্যাকসিনকাণ্ডের প্রতিবাদে শনিবার নবান্ন পর্যন্ত মিছিলের ডাক বিজেপির শ্রমিক সংগঠনের। বিজেপির রাজ্য দফতর থেকে নবান্ন পর্যন্ত মিছিলের ডাক দেওয়া হয়েছে। পাশাপাশি, শনিবার বিকেল ৪টেয় কসবা থানায় বিক্ষোভের ডাকও দিয়েছে বিজেপি।
এর আগে, শুক্রবার, ভুয়ো ভ্যাকসিনকাণ্ডে সিবিআই তদন্তের দাবি তুলেছে বিজেপি। জালিয়াতির ছত্রে ছত্রে কলকাতা পুরসভার নাম-জাল নথি-হলোগ্রাম ব্যবহার করা হয়েছে। ব্যবহার করা হয়েছে রাজ্য সরকারের নামও।
মাসের পর মাস ধরে চলেছে জালিয়াতিকেন কারোর চোখে পড়েনি? কেন আগে কোনও ব্যবস্থা নেওয়া হয়নি? এই প্রশ্ন তুলেই ভুয়ো ভ্যাকসিনকাণ্ডে সিবিআই তদন্তের দাবি জানায় বিজেপি।
দলের রাজ্য সভাপতি দিলীপ ঘোষ বলেন, ভ্যাকসিন নেই জল দেওয়া হচ্ছে। দুর্ভাগ্যের বিষয় সাংসদও গিয়ে ভ্যাকসিন নিচ্ছেন। আমার মনে হয় ওখানকার মেয়রও যুক্ত আছেন কাটমানিকাণ্ডের সঙ্গে। সিবিআই তদন্তের দাবি জানাচ্ছি।
পাল্টা জবাব দিয়েছে তৃণমূল। পরিবহণমন্ত্রী তথা কলকাতা পুরসভার প্রশাসকমণ্ডলীর চেয়ারম্যান ফিরহাদ হাকিম বলেন, জন প্রতিনিধিরা যান অনুষ্ঠানে। কেউ পাশে দাঁড়িয়ে পড়ে ছবি তুলছে এটা আলাদা করে বোঝা মুশকিল। ওরা এটাকে নিয়ে বাজার করে। কিন্তু প্রশাসন সতর্ক। খড়গপুরে যা যা অভিযোগে উঠছে রেলের পার্টস চুরি হচ্ছে সব দায়িত্ব কি দিলীপ দা নেন?
উত্তরে রাজ্য বিজেপি সহ-সভাপতি জয়প্রকাশ মজুমদার বলেন, এখানে প্রশাসন, স্বাস্থ্য দফতর, পুলিশ কী করছিল? এদের সাহায্য ছাড়া এমন ঘটনা ঘটতে পারে না, যারা জড়িত তারাই তদন্ত করবে, আমরা চাই সিবিআইকে দিয়ে তদন্ত করানো হোক।
পাল্টা কটাক্ষ ছুড়ে দিয়ে কলকাতা দক্ষিণ তৃণমূল সাংসদ মালা রায় বলেন, সব ব্যাপারে সিবিআই চাইলে গুরুত্ব কমে যায়, সিবিআই আধিকারিকদের নিজেদের মধ্যেই কত ঝামেলা, রাজ্য বা কর্পোরেশনের নামে কিছু হলেই এরা সিবিআই চায়, বিজেপি আগে বরং দেখুক ক’জন সাংসদ, বিধায়ক দলবদল করবে - সেটা নিয়ে সিবিআই তদন্ত করানো।
এদিকে, ভুয়ো ভ্যাকসিনেশন ক্যাম্পকাণ্ডে কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রক সূত্রে খবর, এটা অপরাধমূলক কাজ। ব্যক্তি বিশেষ জড়িত। কোথায় ভ্যাকসিন ক্যাম্প হবে, তা জেলা প্রশাসন ঠিক করে। তারপর তা কো-উইন পোর্টালে আপলোড হয়। কারণ, এভাবেই কতজন ভ্যাকসিন নিলেন তা নজরদারি করা হয়। এক্ষেত্রে সেটা করা হয়নি। রাজ্য সরকারের সঙ্গে যোগাযোগ রেখে গোটা বিষয়টা খতিয়ে দেখা হচ্ছে। ব্যবস্থা নেওয়া হবে।