শঙ্করপুরে মৎস্যজীবীদের জালে ‘বিমানের ধ্বংসাবশেষ’, দাবি ওড়াল বায়ুসেনা
পূর্ব মেদিনীপুর: শনিবার অচেনা শব্দে কেঁপে উঠেছিল দিঘা, মন্দারমণি, তাজপুর। সোমবার মৎস্যজীবীদের জালে উঠল অচেনা জিনিস! রবিবার রাতে শঙ্করপুরে তট থেকে প্রায় ১২০ কিলোমিটার দূরে জাল ফেলেন মৎস্যজীবীরা। সোমবার সকালে জাল টানতেই চক্ষু চড়কগাছ...! জালে বিমানের ধ্বংসাবশেষের মতো একটি জিনিস! চাঞ্চল্য ছড়িয়ে পড়ে এলাকায়। যদিও, বায়ুসেনা সূত্রে দাবি, সমুদ্রের ওপর পাইলটহীন বিমানের প্রশিক্ষণ চলে। এই বিমানগুলি জলে ভাসমান টার্গেটে ক্ষেপণাস্ত্র ছুড়ে ফিরে আসে। শঙ্করপুরে যে জিনিসটি পাওয়া গিয়েছে, সেটি এরকমই কোনও টার্গেটের অংশ। শনিবার সকালে তীব্র শব্দে কেঁপে ওঠে দিঘা, মন্দারমণি ও তাজপুর। আতঙ্ক ছড়িয়ে পড়ে পর্যটকদের মধ্যে। পরে অবশ্য, বায়ুসেনা সূত্রে দাবি করা হয়, ওই শব্দ ছিল যুদ্ধবিমানের সনিক বুমের। বিমান যখন সনিক থেকে সুপারসনিক মোডে যায়, তখন ওই শব্দ হয়। অচেনা শব্দের পর এবার অচেনা জিনিস।