এক্সপ্লোর
‘বড় কেলেঙ্কারি’ সিভিক ভলান্টিয়ার নিয়োগে স্থগিতাদেশ বহাল

কলকাতা: সরকার হলফনামা দিলেও সিভিক ভলান্টিয়ার নিয়োগে অন্তর্বর্তীকালীন স্থগিতাদেশের মেয়াদ বাড়ল। আগামী সোমবার পর্যন্ত বহাল থাকবে স্থগিতাদেশ। এদিন মামলার শুনানিতে কলকাতার হাইকোর্টের বিচারপতি সঞ্জীব বন্দ্যোপাধ্যায় সরকারি আইনজীবীর কাছে জানতে চান,সিভিক ভলান্টিয়ার নিয়োগের ক্ষেত্রে আপনাদের কোনও গাইডলাইন আছে কি?
যদি কোনও নিয়ম বা গাইডলাইন না থাকে, তাহলে এটা মনে হতে বাধ্য, যে নিয়োগে চুড়ান্ত অনিয়ম হয়েছে। কেউ তার ইচ্ছামতো নিয়োগ করেছে, এটা চলতে পারে না।
পাশাপাশি, আগামী সোমবারের মধ্যে রাজ্য সরকারের কাছে হলফনামা তলব করে হাইকোর্ট জানতে চেয়েছে, এই ধরনের নিয়োগের ক্ষেত্রে কী ধরনের পদ্ধতি অবলম্বন করা যেতে পারে।
তৃণমূল ক্ষমতায় আসার পর, ২০১৩ সালে রাজ্যে প্রায় ১ লক্ষ ৩০ হাজার সিভিক ভলান্টিয়ার নিয়োগ করা হয়। চলতি বছরে নিয়োগ প্রক্রিয়াকে চ্যালেঞ্জ করে কলকাতা হাইকোর্টে মামলা করেন বাঁকুড়ার ১০ জন চাকরী প্রার্থী।
ঘটনাকে ‘বড় কেলেঙ্কারি’ বলে মন্তব্য করে, গত ২৮ এপ্রিল সিভিক ভলান্টিয়ার নিয়োগের ওপর অন্তর্বর্তীকালীন স্থগিতাদেশ জারি করে বিচারপতি সঞ্জীব বন্দ্যোপাধ্যায়। সেই অন্তর্বর্তীকালীন স্থগিতাদেশই বহাল রাখল কলকাতা হাইকোর্ট।
আগামী সোমবার পরবর্তী শুনানি।
খবর (News) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও পড়ুন























