Police Recruitment: পুলিশে নিয়োগের পরীক্ষার ভুয়ো প্রশ্নপত্র বিক্রি চক্রের পর্দাফাঁস!
ABP Ananda LIVE : পুলিশে নিয়োগের পরীক্ষার ভুয়ো প্রশ্নপত্র বিক্রি চক্রের পর্দাফাঁস! পশ্চিম বর্ধমানের বুদবুদে ভুয়ো প্রশ্নপত্র বিক্রির চেষ্টা, জালে ১০। গতকাল কনস্টেবল নিয়োগের পরীক্ষার আগেই প্রশ্নপত্র বিক্রির ছক! রীতিমতো তাঁবু খাটিয়ে মোটা টাকায় প্রশ্নপত্র বিক্রির প্রস্তুতি, দাবি পুলিশের। বুদবুদের কলমডাঙা এলাকায় অভিযান পূর্ব বর্ধমান জেলা পুলিশের । শনিবার রাতে বর্ধমান স্টেশন থেকে গ্রেফতার ৩ জন । ধৃতদের জিজ্ঞাসাবাদে সূত্র পেয়েই অভিযান, খবর পুলিশ সূত্রে।
কলকাতায় CEO দফতর যেন 'যুদ্ধক্ষেত্র'! তুলকালাম পরিস্থিতি, তৃণমূলপন্থী সংগঠন-পুলিশ ধুন্ধুমার, শুভেন্দুকে 'গো ব্যাক'
SIR নিয়ে তীব্র সংঘাত! তারই মাঝে আজ CEO দফতরে ডেপুটেশন দিতে যাবেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী।মূলত ভোটার তালিকা থেকে মৃতদের নাম দেওয়ার দাবি থেকে শুরু করে,
কোনও কোনও ক্ষেত্রে, BLO-দের ওপর শাসক প্রভাবের বিষয়েও ডেপুটেশন জমা দেবেন শুভেন্দু অধিকারী। সূত্রের খবর, এরই মধ্যে মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারকে রাজ্যে আসারও দাবি জানাবেন তিনি। বেশ কিছু অনিয়ম হচ্ছে, তালিকা নিয়ে CEO দফতরে যান বিরোধী দলনেতা।
বিজেপি নেতা-কর্মীদের কর্মসূচির উল্টোদিকে পৌঁছে গেলেন তৃণমূলপন্থী BLO অধিকার রক্ষা কমিটির সদস্যরা। এরপর CEO দফতরের সামনে উত্তেজনা। শুভেন্দু অধিকারীকে দেখে গো ব্যাক স্লোগান তৃণমূলপন্থী BLO সংগঠনের। তাঁরাও ডেপুটেশন দেবেন, দাবি তৃণমূলপন্থী BLO অধিকার রক্ষা কমিটির। বিরোধী দলনেতাকে গো ব্যাক স্লোগান তৃণমূলপন্থী সংগঠনের। বারবার পুলিশের ব্যারিকেডে ধাক্কা, ধস্তাধস্তি।


















