Howrah Train Cancellation: টানা বৃষ্টিতে ভাসছে হাওড়া কারশেড, বাতিল একাধিক স্পেশাল ট্রেন
ভেসে গিয়েছে হাওড়া এবং সংলগ্ন এলাকা। হাওড়া কারশেডের রেললাইনে জল জমেছে অনেকটাই।
হাওড়া: বুধবার থেকে অবিরাম বৃষ্টিতে ভেসেছে দক্ষিণবঙ্গ। এর ফলে ভেসে গিয়েছে হাওড়া এবং সংলগ্ন এলাকা। হাওড়া কারশেডের রেললাইনে জল জমেছে অনেকটাই। জল ঢুকেছে রুট রিলে ইন্টারলকিং সিস্টেমের একাধিক পয়েন্টে। এর ফলে ব্যাহত হয়েছে রেল পরিষেবা। বাতিল হয়েছে বেশ কিছু ট্রেন।
রেলের তরফে জানানো হয়েছে, লাইনে জল জমে একাধিক পয়েন্টে রেলের স্বয়ংক্রিয় সিগনালিং ব্যবস্থা বা RRI বসে যাওয়ায়, ট্রেন চলাচল ব্যাহত হয়। বেশ কয়েকটি দূরপাল্লার ট্রেন বাতিল করেছে পূর্ব এবং দক্ষিণ-পূর্ব রেল। কিছু ট্রেনের সময়সূচির পরিবর্তনও করা হয়েছে।
পূর্ব রেলের তরফে বলা হয়েছে রবিবার ২১টি স্পেশাল ট্রেন বাতিল করা হচ্ছে। হাওড়া-রামপুরহাট, মালদা টাউন, সিউরি, ভাগলপুর, কাটিহার, আসানসোল, আজিমগঞ্জ, ধানবাদের আপ ও ডাউনের স্পেশাল ট্রেনগুলি বাতিল হয়েছে।
এর আগে 02088 পুরী-হাওড়া স্পেশাল, 02911 ইন্দোর জংশন-হাওড়া স্পেশাল, 05960 ডিব্রুগড়- হাওড়া স্পেশাল, 02937 গান্ধীধান-হাওড়া স্পেশাল, 03388 ধানবাদ-হাওড়া স্পেশাল, 02354 লালকুঁয়া-হাওড়া স্পেশাল, 02268 নিউদিল্লি -হাওড়া স্পেশাল-এর মতো ট্রেন বাতিল করেছে রেল।
এদিকে, বেশ কয়েকটি হাওড়া-ব্যান্ডেল, হাওড়া-আরামবাগ লোকাল আপ এবং ডাউন লাইনে বাতিল করা হলে সমস্যায় পড়েন যাত্রীরা। গন্তব্যে পৌঁছতে বাধ্য হয়ে অনেকে জল ভেঙে লাইন দিয়েই হাঁটতে শুরু করেন। কিছু ট্রেনের যাত্রাপথ অনেক আগেই শেষ করে দেওয়া হয়।
টানা বৃষ্টিতে জল জমে যাওয়ায় শনিবার হাওড়া থেকে একাধিক দুরপাল্লার ট্রেন বাতিল করা হয়েছে। তার মধ্যে রয়েছে, পূর্বা এক্সপ্রেস, লাল কুয়াঁ এক্সপ্রেস, হুল এক্সপ্রেস ও ভাগলপুর এক্সপ্রেস। পাশাপাশি হিমগিরি এক্সপ্রেস, দুন এক্সপ্রেস, নিউ দিল্লি সুপারফাস্ট এক্সপ্রেসের মতো একাধিক ট্রেনের সময়সূচি পরিবর্তন করা হয়েছে। প্রবল বৃষ্টির জেরে বেলুড় স্টেশনের আন্ডারপাসেরও এখন ভাসমান অবস্থা। খড়গপুরেও রেললাইনের ধারের মাটিতে ধস নেমেছে।
রাজ্যে এখন লোকাল ট্রেন পরিষেবা বন্ধ রয়েছে। তবে রেল এবং কয়েকটি ক্ষেত্রের কর্মীদের জন্য স্টাফ স্পেশাল ট্রেন চালাচ্ছে রেল। কারশেডে জল জমায় ওই লোকাল ট্রেন পরিষেবাও ব্যাহত হয়েছে।