'কাশ্মীরের চেয়ে ভয়ঙ্কর, রাজ্য বাংলাদেশের মতো হয়ে যাচ্ছে', বার্লার মন্তব্যের প্রেক্ষিতে প্রতিক্রিয়া দিলীপের
বিজেপি রাজ্য সভাপতির দাবি, 'পশ্চিমবঙ্গ ধীরে ধীরে উগ্রপন্থীদের আস্তানা হয়ে যাচ্ছে, রাজ্য সরকার কিছুই করছে না..'
মালদা: রাজ্যভাগের কথা দল মানে না বলে জানিয়েও রাজ্যের সার্বিক পরিস্থিতি নিয়ে তৃণমূল-শাসিত সরকারকে আক্রমণ করলেন দিলীপ ঘোষ। বিজেপি রাজ্য সভাপতি মনে করিয়ে দিলেন, রাজ্য সরকারের ওপর মানুষ আস্থা না রাখতে পারায় হতাশ হয়ে এধরনের মন্তব্য করা হচ্ছে।
উত্তরবঙ্গ নিয়ে বিজেপি সাংসদের বিতর্কিত মন্তব্যের প্রেক্ষিতে প্রতিক্রিয়া জানাতে গিয়ে এদিন দিলীপ ঘোষ বলেন, এ রাজ্যে সিএএ নিয়ে প্রতিবাদে জেরে আগুন লাগানো হয়। স্টেশন পোড়ানো হয়। তখন দেশদ্রোহিতার মামলা হয় না। আশ্রয় দেওয়া হয়। সেই কারণেই হতাশ হয়ে এধরনের মন্তব্য করা হয়েছে। সরকারের ওপর আস্থা রাখতে পারছে না মানুষ।
দিলীপ ঘোষ মনে করিয়ে দেন, রাজ্য ভাগের কথা বিজেপি মানে না। যদিও, রাজ্য়ের আইনশৃঙ্খলার পরিস্থিতি নিয়ে তৃণমূলকে আক্রমণ করেন। বিজেপি রাজ্য সভাপতি বলেন, কাশ্মীরের চেয়ে ভয়ঙ্কর অবস্থা। উনি আফগানিস্তান, সিরিয়া বানিয়েছেন। বাংলা বানানোর চেষ্টা করব।
দিলীপ যোগ করেন, অনেকে মনে করছেন, পশ্চিমবঙ্গে রাষ্ট্রপতি শাসন ছাড়া শান্তি ফিরবে না। এ রাজ্যের অবস্থা বাংলাদেশের মতো হয়ে যাচ্ছে। পশ্চিমবঙ্গ ধীরে ধীরে উগ্রপন্থীদের আস্তানা হয়ে যাচ্ছে। রাজ্য সরকার কিছুই করছে না। এর আগে, গতকাল বার্লার মন্তব্যকে সাংসদের মন্তব্যকে ব্যক্তিগত মতামত বলে দাবি করেন তিনি। দিলীপ বলেছিলেন, আমরা চাই পশ্চিমবঙ্গকে অখণ্ড রেখে উন্নয়ন হোক। এটা যদি কেউ বলে থাকে তাহলে আবেগ থেকে বলেছে।
প্রসঙ্গত, উত্তরবঙ্গকে আলাদা রাজ্য বা কেন্দ্রশাসিত অঞ্চল করার দাবি তোলায় জন বার্লার মন্তব্যে তীব্র বিতর্কের সৃষ্টি হয়েছে। আলিপুরদুয়ারের বিজেপি সাংসদকে বলতে শোনা যায়, ২ তারিখের পর যে সন্ত্রাস হয়েছে, তারপর এখান থেকে আওয়াজ উঠেছে যে নর্থবেঙ্গল আলাদা হলে আমরা সুরক্ষিত থাকব।
এই প্রেক্ষিতে, উস্কানিমূলক মন্তব্যের অভিযোগে জন বার্লার বিরুদ্ধে কোচবিহারের তিনটি থানায় অভিযোগ দায়ের করল তৃণমূল। গতকাল রাতে কোতোয়ালি, দিনহাটা ও বক্সীরহাট থানায় অভিযোগ দায়ের হয়েছে। জেলা পুলিশ সূত্রে খবর, সমস্ত অভিযোগ খতিয়ে দেখা হচ্ছে।