তৃণমূল পার্টি অফিসে ঢুকে গুলি করে খুন খড়্গপুরের ‘ডন’ শ্রীনু সহ ২ জনকে
খড়্গপুর: খড়গপুরে গুলিবিদ্ধ খড়গপুরের ডন বলে পরিচিত শ্রীনু নাইডু ও তাঁর ৪ অনুগামী। তৃণমূল পার্টি অফিসে ঢুকে হামলা চালায় দুষ্কৃতীরা। প্রথমে বোমা এরপর গুলিতে ঝাঁঝরা করে দেওয়া হয়। দিনে দুপুরে অনেকটা গ্যাংওয়ারেরই স্বাক্ষী থাকল পশ্চিম মেদিনীপুরের খড়গপুর। বুধবার দুপুর পৌনে তিনটে। খড়গপুরের মালঞ্চ রোডে তৃণমূলের পার্টি অফিসে ৫ অনুগামীকে নিয়ে আড্ডা দিচ্ছিলেন শ্রীনু নায়ডু। হঠাৎই গাড়ি করে কয়েকজন দুষ্কৃতী এসে পার্টি অফিসে ঢুকে পড়ে। কিছু বোঝার আগেই বোমাবাজি শুরু করে দুষ্কৃতীরা। চলে এলোপাথারি গুলি। মাটিতে লুটিয়ে পড়েন শ্রীনু সহ তাঁর অনুগামীরা। আশঙ্কাজনক অবস্থায় শ্রীনু নায়ডুকে কলকাতায় অ্যাপোলো হাসপাতালে আনা হলে তাঁকে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসকরা। তাঁর এক অনুগামীরও মৃত্যু হয়। ঘটনার পর থেকেই হাসপাতাল ও মালঞ্চ রোড এলাকায় ভিড় জমাতে শুরু করেন শ্রীনু অনুগামীরা। ঘটনাস্থলে পৌঁছয় খড়গপুর টাউন থানার পুলিশ। বাহিনী নিয়ে পৌঁছন খড়গপুরের এসডিপিও সন্তোষ মণ্ডল। তদন্তে নেমেছে পুলিশ। মাস দুয়েক আগেও শ্রীনু নাইডুর ওপর হামলা চালায় দুষ্কৃতীরা। সেবারও তাঁর গাড়ি লক্ষ্য করে গুলি ও বোমা ছোঁড়া হয়। বরাতজোরে প্রাণে বাঁচেন তিনি। এদিন ফের একই কায়দায় হামলা। তৃণমূল পার্টি অফিসের মধ্যেই গুলিবিদ্ধ ডন! শেষপর্যন্ত মৃত্যু।