Malda Online Fraud: অনলাইনে ওয়েবসাইটের ৩৮ লক্ষ টাকা 'প্রতারণা', মালদায় গ্রফতার যুবক
অংশীদার হিসেবে ঢুকে অনলাইনের মাধ্যমে প্রতারণা করার অভিযোগ ধৃতের বিরুদ্ধে...
করুণাময় সিংহ, ইংরেজবাজার: আর্থিক প্রতারণার অভিযোগে মালদা থেকে অভিযুক্তকে গ্রেফতার করল কলকাতা সাইবার ক্রাইম থানার পুলিশ।
ইংরেজবাজার থানার অমৃতি থেকে পার্থসারথি সাহা নামে ওই যুবককে গ্রেফতার করে কলকাতার সাইবার ক্রাইম পুলিশ।
অভিযোগ, ওয়েবসাইট সংস্থায় অংশীদার হিসেবে যোগ দিয়ে প্রায় ৩৮ লক্ষ টাকা প্রতারণা করেন ইংরেজবাজারের বাসিন্দা ওই যুবক।
কলকাতা সাইবার ক্রাইম থানায় অভিযোগ দায়ের করে ওই সংস্থা। তার ভিত্তিতে গতকাল মালদা থেকে অভিযুক্তকে গ্রেফতার করে পুলিশ। ২ দিনের ট্রানজিট রিমান্ডে আনা হয় কলকাতায়।
পুলিশ সূত্রে খবর, একটি ওয়েবসাইটে অংশীদার হিসেবে ঢুকে ৩৮ লক্ষ টাকা অনলাইনের মাধ্যমে প্রতারণা করেছেন অভিযুক্ত।
ওই সংস্থার অভিযোগের ভিত্তিতে ঘটনার তদন্ত শুরু করে কলকাতার সাইবার ক্রাইম থানার পুলিশ। তদন্তে নেমে মালদার যুবকের সন্ধান মেলে।
শনিবার মালদা থেকে ইংরেজবাজার থানার পুলিশের সহযোগিতায় ওই যুবককে গ্রেফতার করে সাইবার ক্রাইম থানার পুলিশ।
২ দিনের ট্রানজিট রিমান্ড চেয়ে মালদা জেলা আদালতে পেশ করা হয় ধৃত যুবককে। শনিবার সন্ধ্যায় ওই যুবককে দুই দিনের ট্রানজিট রিমান্ডে কলকাতায় নিয়ে গিয়েছে সাইবার ক্রাইম থানার পুলিশ।
সরকারি আইনজীবী মেহেতাব আলম জানান, শনিবার ব্যাঙ্কশাল আদালতে পেশ করা হবে ধৃত যুবককে।
তিনদিন আগে, অর্থাৎ বুধবার, ব্যাঙ্ক থেকে টাকা হাতিয়ে নেওয়ার আরেকটি ঘটনা ঘটেছিল মালদার এই ইংরেজবাজারেই।
অভিযোগ, টেলিকম সংস্থার কর্মী পরিচয়ে ফোন করে মোবাইল নম্বর ব্লক হয়ে যাওয়ার ভয় দেখিয়ে অ্যাকাউন্ট থেকে টাকা হাতিয়ে নেওয়া হয়।
অভিযোগকারী পেশায় স্কুল শিক্ষক। তাঁর দাবি, গত সোমবার টেলিকম সংস্থার কর্মী পরিচয়ে ফোন করে সিম ব্লক হয়ে যাওয়ার কথা বলা হয়। ওই ব্যক্তির পরামর্শ অনুযায়ী ১০ টাকার রিচার্জ করার পরই অ্যাকাউন্ট থেকে গায়েব হয়ে যায় ২৫ হাজার টাকা।
শিক্ষকের অভিযোগ, তাঁকে বলা হয় মোবাইল ফোনে অ্যাপ ডাউনলোড করলে টাকা ফেরত আসবে। সেই মতো অ্যাপ ডাউনলোড করা মাত্র কয়েকদফায় মোট ৩ লক্ষ ৮ হাজার টাকা গায়েব হয়ে যায় বলে অভিযোগ।
গতকাল মালদা জেলা সাইবার ক্রাইম থানায় অভিযোগ দায়ের হয়েছে।