এক্সপ্লোর
Advertisement
মূল এজেন্ডা থেকেই সরে গেলেন প্রধানমন্ত্রী, প্রাক-বাজেট ভাষণ, আক্রমণ মমতার
কলকাতা: নরেন্দ্র মোদীর ভাষণের তীব্র সমালোচনা মমতা বন্দ্যোপাধ্যায়ের। প্রধানমন্ত্রীর এদিনের সন্ধ্যার ভাষণ শেষ হওয়ার পর দফায় দফায় ট্যুইট করে ক্ষোভ জানান মুখ্যমন্ত্রী। বলেন, এটা ওনার প্রাক-বাজেট ভাষণ। তাঁর ভাষণে প্রধানমন্ত্রী কালো টাকা, বিমুদ্রাকরণের মূল এজেন্ডা থেকেই সরে গিয়েছেন বলে অভিমত জানিয়েছেন তিনি।
কটাক্ষ করে মমতা বলেন, প্রধানমন্ত্রী কালো টাকা, নোট বাতিলের মতো আসল বিষয় থেকেই বিচ্যুত হয়েছেন। উনিই অর্থমন্ত্রীর পদটা দখল করে বাজেটের আগের ভাষণ দিয়ে বসলেন! দেখা গেল প্রধানমন্ত্রীর আগাম বাজেট ভাষণে অর্থমন্ত্রীই নেই। মোদীবাবু, ফাঁকা কলসীর আওয়াজ বেশি, এমন মন্তব্য করেছেন তিনি।Heartless,baseless speech.Forgot to even pay respects to 112+ citizens who died in Qs.Saying Nation Address & doing political vendetta 6/6
— Mamata Banerjee (@MamataOfficial) December 31, 2016
End of #Demonetization and Start of #DeModitization. Modi babu wanted 50 days, he failed. My latest Facebook post | https://t.co/rOswttxTOR — Mamata Banerjee (@MamataOfficial) December 31, 2016
মোদীর ভাষণকে প্রাণহীন, ভিত্তিহীন বলেও কটাক্ষ করেন তৃণমূল নেত্রী। বলেন, উনি ৫০ দিন সময় চেয়েছিলেন সমস্যা মেটাতে। কিন্তু নিদারুণ ব্যর্থ হয়েছেন। সাধারণ মানুষের অর্থনৈতিক অধিকার মোদী কেড়ে নিয়েছেন বলে অভিযোগ করে মমতা বলেন, নোট বাতিল সংক্রান্ত হিসাব কোথায় গেল, কত কালো টাকা বেরল? ৫০ দিনের চরম কষ্ট, যন্ত্রণার পর দেশের কী লাভ হল, প্রশ্ন করেছেন মমতা। ২০১৭ সালে বিমুদ্রকরণের অবসান ঘটবে, বি-মোদীকরণের সূচনা হবে বলেও হুঁশিয়ারি দেন তিনি। বলেন, নতুন বছরে ১২৫ কোটি ভারতবাসীর এটাই শপথ হওয়া উচিত।
প্রধানমন্ত্রীকে আক্রমণ করে তিনি আরও বলেন, বলছেন, দেশবাসীর উদ্দেশ্যে ভাষণ, আসলে র রাজনৈতিক প্রতিহিংসা চরিতার্থ করছেন। দেশবাসীকে ভাষণ দেওয়ার নামে ব্যক্তিগত এজেন্ডা পূরণ করছেন।
নোট বাতিল হওয়ার পর টাকা তুলতে গিয়ে ব্যাঙ্কের বাইরে লাইনে ১১২ জনের বেশি মানুষ মারা গেলেও তাঁদের প্রতি একটু শ্রদ্ধা জানাতেও প্রধানমন্ত্রী ভুলে গিয়েছেন বলেও ক্ষোভ প্রকাশ করেন মমতা।In the name of addressing the nation, Modi Babu is serving his selfish personal agenda 5/6 #DeModitisation
— Mamata Banerjee (@MamataOfficial) December 31, 2016
Modi Babu wanted 50 days to deliver promises. He badly failed. PM who runs nation in the name of Suddhikaran just underwent Buddhiharan 1/6 — Mamata Banerjee (@MamataOfficial) December 31, 2016
খবর (News) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
জেলার
জেলার
জেলার
জেলার
Advertisement