![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/Premium-ad-Icon.png)
'সব রাজ্য ভ্যাকসিন পাচ্ছে, শুধু আমাদের কাছেই আসছে না', ভ্যাকসিন নিয়ে ফের কেন্দ্রকে নিশানা মমতার
কেন্দ্রকে নিশানা মমতা বন্দ্যোপাধ্যায়ের।
!['সব রাজ্য ভ্যাকসিন পাচ্ছে, শুধু আমাদের কাছেই আসছে না', ভ্যাকসিন নিয়ে ফের কেন্দ্রকে নিশানা মমতার Mamata on covid vaccination dosages and challenges centre on vaccination- 'সব রাজ্য ভ্যাকসিন পাচ্ছে, শুধু আমাদের কাছেই আসছে না', ভ্যাকসিন নিয়ে ফের কেন্দ্রকে নিশানা মমতার](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2021/06/30/902ddb35f75a8f51cf042da1e3eae452_original.jpg?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
কলকাতা: ভ্যাকসিন নিয়ে ফের কেন্দ্রকে আক্রমণ মুখ্যমন্ত্রীর। রাজ্যের কাছে পর্যাপ্ত ভ্যাকসিন নেই, সে কারণেই টিকাকরণ কর্মসূচিতে এত সমস্যা হচ্ছে। বুধবার নবান্নের বৈঠক থেকে এমনটাই বললেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এ দিন তিনি বলেন, 'আমাদের কাছে ভ্যাকসিন নেই, তাই কলকাতায় শুধু দ্বিতীয় ডোজ চলছে।' পাশাপাশি মুখ্যমন্ত্রী আরও বলেন, 'উত্তরপ্রদেশ সাড়ে ৩ কোটি, মহারাষ্ট্র ৩ কোটি ডোজ পাচ্ছে। রাজস্থানের মতো ছোট রাজ্যও বেশি ভ্যাকসিন পাচ্ছে, বাংলাকে নয় কেন?' এ দিন এভাবেই কেন্দ্রকে নিশানা করেন মমতা বন্দ্যোপাধ্যায়।
অন্যদিকে হিসেব বলছে রাজ্যে পর্যাপ্ত ভ্যাকসিনের অভাব প্রকট। এর ফলে এখনও দ্বিতীয় ডোজ পাননি রাজ্যের প্রায় সাড়ে ৮ লক্ষ মানুষ। স্বাস্থ্য ভবন জানিয়েছে, কোভিশিল্ড ও কোভ্যাক্সিন নিয়ে মোট ৮ লক্ষ ৪৩ হাজার ৮৪৭ জন দ্বিতীয় ডোজ পাননি। এদের মধ্যে অনেকেরই সময়ও পেরিয়ে যাচ্ছে।
রাজ্যে ভ্যাকসিনের আকাল। আজ পুরসভার দু’একটি স্বাস্থ্যকেন্দ্রে শুধু দ্বিতীয় ডোজ দেওয়া হয়। তবে সঙ্কট পরিস্থিতি সামলাতে একটি উপায়ও বাতলেছে রাজ্য। এই অবস্থায় স্বাস্থ্য ভবন নির্দেশ দিয়েছে, এখন থেকে রাজ্যে যে পরিমাণ ভ্যাকসিন আসবে তার ৫০% বরাদ্দ থাকবে শুধুমাত্র দ্বিতীয় ডোজ হিসেবে। স্বাস্থ্য ভবন জানিয়েছে, রাজ্যে কোভিশিল্ডের মোট দ্বিতীয় ডোজ বাকি রয়েছে ৬ লক্ষ ৭৯ হাজার ৬৮৫ জনের। অন্যদিকে, কোভ্যাক্সিনের ক্ষেত্রে তা ১ লক্ষ ৬৪ হাজার ১৬২। আর সেই মতোই আপাতত কলকাতায় শুধু দ্বিতীয় ডোজের টিকাকরণ চলছে বলে জানিয়েছেন মমতা।
উল্লেখ্য, এখনও পর্যন্ত রাজ্যে কত জন ভ্যাকসিন পেয়েছেন গতকাল তার একটি পরিসংখ্যান দিয়েছেরাজ্য স্বাস্থ্য দফতর। রাজ্য স্বাস্থ্য দফতর সূত্রে জানা গিয়েছে, মঙ্গলবার পর্যন্ত রাজ্যে ভ্যাকসিন দেওয়া হয়েছে মোট ২.১৭ কোটি মানুষকে। হিসেব অনুযায়ী রাজ্য সরকার সূত্রে খবর, কেন্দ্রে থেকে রাজ্যের হাতে এখনও পর্যন্ত এসেছে মোট ১.৯৯ কোটি ভ্যাকসিন ডোজ। তার মধ্যে দেওয়া হয়েছে ১.৯৮ কোটি ডোজ। বাকিটা কিনেছে রাজ্য সরকার। রাজ্য সরকারের হিসেব মতো এখনওপর্যন্ত রাজ্যে ৪১ লাখ সুপার স্প্রেডারকে ভ্যাকসিন দেওয়া হয়েছে।
ট্রেন্ডিং
সেরা শিরোনাম
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)