হিন্দোল দে ও সুনীত হালদার: উত্তরাখণ্ডে ট্রেকিংয়ে গিয়ে মৃত আরও ৫ বাঙালির মৃতদেহের হদিশ মিলল। সুন্দরডুঙ্গা হিমবাহের কানাকাট পাস থেকে উদ্ধার। বৃহস্পতিবার রাজ্যে আসতে পারে মৃতদেহ।
যেদিকে দু’চোখ যায়, শুধু বরফ আর বরফ। দুর্গম সেই পথে র্যাপেল করে এগিয়ে যাচ্ছেন উদ্ধারকারী। অনেকটা দূরে গিয়ে, প্রাণপণে চেষ্টা করছেন একজনকে উদ্ধার করে আনার। নিথর শরীরে বরফজমাট বাঁধা। সর্বশক্তি দিয়ে টানতে টানতে এগিয়ে আনছেন উদ্ধারকারী। প্রকৃতির রুদ্ররোষের বিরুদ্ধে লড়াইয়ে পরাজয়। প্রতিকূল আবহাওয়া, তুষারঝড়। সুন্দরডুঙ্গা হিমবাহের কানাকাট পাস সংলগ্ন এলাকায়, পাঁচ বাঙালি অভিযাত্রীর মৃতদেহের হদিশ আগেই মিলেছিল। কিন্তু, আবহাওয়ার কারণে, তা উদ্ধার করা যাচ্ছিল না। সোমবার মৃতদেহগুলি উদ্ধার করা হয়।
আরও পড়ুন: East Midnapore: দিঘা মোহনায় ধরা পড়ল তেলিয়া ভোলা, দাম ছুঁল প্রায় ১ কোটি
আরও পড়ুন: East Burdwan: নিয়ন্ত্রণ হারিয়ে রায়নার নয়ানজুলিতে উল্টে গেল যাত্রীবোঝাই বাস, জখম প্রায় ৭
মৃতদের মধ্যে তিন জন হাওড়ার বাগনানের বাসিন্দা। একজন ঠাকুরপুকুরের, আরেক জন নদিয়ার রানাঘাটের বাসিন্দা। দশ অক্টোবর, উত্তরাখণ্ডের উদ্দেশে রওনা হয় অভিযাত্রী দলটি। ১১ অক্টোবর, তাঁরা পৌঁছয় খারকিয়া। পরিবার সূত্রে খবর, খারকিয়া থেকে বেরিয়ে ট্রেকিংয়ের রুট ছিল বাগেশ্বর, জাটুলি, দেবীকুণ্ড, নাগকুণ্ড হয়ে কানাকাটা পাস। কিন্তু, প্রবল বৃষ্টি আর তুষারঝড়ে তাঁরা সুন্দরডুঙ্গা হিমবাহে আটকে যান।
এক দফায় প্রিয়জনদের নিথর দেহ এসেছে। আবার আসবে। শেষবারের জন্য একটি বার মুখ দেখার অপেক্ষা। তারপর চির বিদায়। বাগেশ্বরের পুলিশ সুপার জানিয়েছেন, ময়নাতদন্তের পর দিল্লি হয়ে মৃতদেহগুলি রাজ্যে পাঠানো হবে। ইতিমধ্যেই, বাগেশ্বরে পৌঁছেছেন মৃত অভিযাত্রীদের পরিবারের সদস্যরা। বাগনান পঞ্চায়েত সমিতির সহ সভাপতি নয়ন হালদার বলেন, আজ শনাক্তকরণ হয়েছে, প্রশাসনের তরফে উদ্যোগ নেওয়া হচ্ছে যাতে দ্রুত দেহগুলি আনা যায়।
আরও পড়ুন: Malda: মালদা ইংরেজবাজারে বাগবাড়ি এলাকায় যুবকের রক্তাক্ত মৃতদেহ ঘিরে চাঞ্চল্য