দিনভর অশান্তির জেরে লাভপুরে মুকুল রায়ের সভা বাতিল
বীরভূম: দিনভর অশান্তি। বীরভূমের লাভপুরে মুকুল রায়ের সভা শেষপর্যন্ত হল না। একে অপরকে বিঁধলেন মুকুল-অনুব্রত। মুকুল রায়ের সভা ঘোষণার সময় থেকেই বিতর্কের সূত্রপাত। প্রথমে যে জমিতে সভা হওয়ার কথা ছিল, তাতে জল ঢেলে ট্রাক্টর চালিয়ে দেওয়ার অভিযোগ ওঠে তৃণমূলের বিরুদ্ধে! এরপর ঠিক হয় লাভপুরে রেল ময়দানে সভা হবে। কিন্তু, মঙ্গলবার সভার আগেই অস্থায়ী মঞ্চ ভেঙে দেওয়া হয়। অভিযোগের আঙুল ওঠে তৃণমূলের দিকে। লাভপুরের বিভিন্ন প্রান্ত থেকে সভার জন্য আসা বিজেপি সমর্থকদের আটকানো হয় বলে তৃণমূলের বিরুদ্ধে অভিযোগ। এক বিজেপি সমর্থকের বাড়িতে ভাঙচুরও হয়। তৃণমূলের বাইক বাহিনীর পাল্টা প্রতিরোধে নামে বিজেপি! লাভপুরের ইন্দাস গ্রামে গণ্ডগোলের জায়গা থেকে উদ্ধার হয় ১০টি তাজা বোমা! পৌঁছয় বম্ব স্কোয়াড। শেষপর্যন্ত সভা বাতিল করে সাংবাদিক বৈঠক করেন মুকুল রায়। বিজেপি নেতা বলেন, আমি প্রথম সভা থেকে মুখ খুলেছিলাম। তাই উনি ভয় পাচ্ছেন। ওনার জনাতঙ্ক হয়েছে। তাই আমায় সভা করতে দিচ্ছে না। সভা বানচালের অভিযোগ উড়িয়ে দিয়েছে তৃণমূল। দলের জেলা সভাপতি অনুব্রত মণ্ডলের পাল্টা দাবি, কোথাও আটকানোর ছবি থাকলে দেখান। এদিনের সাংবাদিক বৈঠক থেকে ফের একবার অনুব্রতর বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ তোলেন মুকুল। বলেন, বহু বেনামি সম্পত্তি আছে তৃণমূল জেলা সভাপতির। মুকুলকে কটাক্ষ ছুঁড়ে দিয়েছেন অনুব্রত। তাঁর জবাব, মুকুল রায় ছোট নেতা। ওর কথার উত্তর আমার ব্লক সভাপতি দেবে। আমি শুধু দিলীপ ঘোষের কথার উত্তর দিই। প্রশাসন অনুমতি না দেওয়ায় সভা না করার মুকুল রায়ের সিদ্ধান্ত ঘিরে অবশ্য জেলা বিজেপির মধ্যেই প্রশ্ন উঠছে। আদি বিজেপির একাংশের প্রশ্ন, সেই যখন সভা বাতিল করা হল, তখন আয়োজন করা হল কেন? এটা কি রণেভঙ্গ দেওয়া নয়?