রুমানা সুলতানাকে 'কন্যাশ্রী'র ব্র্যান্ড অ্যাম্বাসেডর করতে চায় মুর্শিদাবাদ জেলা প্রশাসন
শুক্রবার জেলা প্রশাসনিক ভবনে সংবর্ধনা অনুষ্ঠানে আমন্ত্রণ জানানো হয়েছিল রুমানাকে।
রাজীব চৌধুরী, মুর্শিদাবাদ: ৫০০-তে ৪৯৯। সর্বোচ্চ নম্বর পেয়ে উচ্চমাধ্যমিকে প্রথম হয়েছে মুর্শিবাদের রুমানা সুলতানা। ২০২১-এ মুর্শিদাবাদ জেলার কৃতি ছাত্রী সে। গতকাল ফলাফল প্রকাশের পর থেকেই সংবাদের শিরোনামে এসেছে রুমানা। কার্যত হইহই চারদিকে। আর এই কৃতী ছাত্রী রুমানা সুলতানাকেই জেলার 'কন্যাশ্রী'দের ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসাবে পেতে চায় প্রশাসন। রুমানা যেন বাকি ছাত্রীদের কাছেও উদাহরণ হয়ে ওঠে সেদিকটাই কার্যত নিশ্চিত করতে চায় তারা।
শুক্রবার জেলা প্রশাসনিক ভবনে সংবর্ধনা অনুষ্ঠানে আমন্ত্রণ জানানো হয়েছিল রুমানাকে। সেখানেই এমন ইচ্ছে প্রকাশ করেছে মুর্শিদাবাদ জেলা প্রশাসন। এ প্রসঙ্গে মুর্শিদাবাদ জেলা শাসক শরদ কুমার দ্বিবেদী জানান, 'গর্বের বিষয়। আমাদের সরকারি প্রকল্প কন্যাশ্রীর আওতাভুক্ত একজন ছাত্রী প্রথম স্থান অধিকার করেছেন। আমরা চেষ্টা করব রুমানার চিন্তাভাবনাকে সমস্ত কন্যাশ্রী পড়ুয়াদের কাছে পৌঁছে দিতে। ওঁর কৃতিত্ব সবার সামনে তুলে ধরে আমরা বাকি পড়ুয়াদেরও অনুপ্রানিত করতে চাই।
সংবর্ধনা পয়ে খুশি রুমানা। কন্যাশ্রীর ব্র্যান্ড অ্যাম্বাসডর হতেও রাজি সে। এ দিন রুমানা জানিয়েছে, 'মানুষের জন্য কাজ করে যেতে চাই। এটা আমার একার লড়াই ছিল না। তাই একা জিততে ভালও লাগছিল না, আমার অ্যাডমিস্ট্রেশন আমাকে তাঁদের লড়াইয়ে সঙ্গে নিয়েছে, এটা ভেবেই আমার গর্ব হচ্ছে। আমার কথা যদি অন্য আরও একটা মেয়ের ভবিষ্যত গড়ে দিতে পারে তাহলে আমার অবশ্যই ভাল লাগবে।
করোনা গতকালই প্রকাশিত হয়েছে উচ্চমাধ্যমিকে ফলাফল।
এক নজরে ফলাফল
- উচ্চ মাধ্যমিকে সর্বোচ্চ নম্বর ৪৯৯, পেয়েছেন মুর্শিদাবাদের ছাত্রী
- ৫০০-র মধ্যে ৪৯৯ পেয়ে প্রথম মুর্শিদাবাদের ছাত্রী
- এবছর উচ্চমাধ্যমিকে পাসের হার ৯৭.৬৯ শতাংশ
- ৩ লক্ষ ১৯ হাজার ৩২৭জন পরীক্ষার্থী প্রথম বিভাগে উত্তীর্ণ
- উচ্চমাধ্যমিকে এবার মোট পরীক্ষার্থী ৮ লক্ষ ১৯ হাজার ২০২জন
- এ গ্রেড পেয়েছেন ৯৫ হাজার ৭৫৮জন পরীক্ষার্থী
- ৫০০ নম্বরের মধ্যে উচ্চমাধ্যমিকে সর্বোচ্চ নম্বর ৪৯৯
- উচ্চমাধ্যমিকে প্রথম দশের মধ্যে আছে ৮৬জন পরীক্ষার্থী
- ২ অগাস্ট-১৪ অগাস্টের মধ্যে নিজের স্কুলে ভর্তি করতে হবে পড়ুয়াদের
- ১৬ অগাস্ট-৩১ অগাস্টের মধ্যে ভর্তি করতে হবে অন্য স্কুলের পড়ুয়াদের