Netaji 125 Birth Centennary: সদস্য ২ নোবেলজয়ী অর্থনীতিবিদ, সাহিত্য জগতের দিকপালরা, ১২৫তম জন্মবার্ষিকী পালনে বিশেষ কমিটি গঠন রাজ্যের
"নেতাজির জন্মদিন আমরা জানি, মৃত্যুদিন জানি না...": মুখ্যমন্ত্রী
![Netaji 125 Birth Centennary: সদস্য ২ নোবেলজয়ী অর্থনীতিবিদ, সাহিত্য জগতের দিকপালরা, ১২৫তম জন্মবার্ষিকী পালনে বিশেষ কমিটি গঠন রাজ্যের Netaji 125 Birth Centennary: Mamata forms new committee, members including Amartya Sen, Abhijit Binayak, intellectuals Netaji 125 Birth Centennary: সদস্য ২ নোবেলজয়ী অর্থনীতিবিদ, সাহিত্য জগতের দিকপালরা, ১২৫তম জন্মবার্ষিকী পালনে বিশেষ কমিটি গঠন রাজ্যের](https://static.abplive.com/wp-content/uploads/sites/3/2020/11/26230723/web-nabanna-mamata-pc-still-04-261120.jpg?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
কলকাতা: নেতাজির ১২৫তম জন্মবার্ষিকী পালনে বিশেষ কমিটি গঠন করল রাজ্য সরকার।
এদিন নবান্নে মুখ্যমন্ত্রী ঘোষণা করেন, ওই কমিটিতে থাকবেন রাজ্যের বিদ্বজ্জনেরা। মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, কমিটির সদস্য হবেন ২ নোবেলজয়ী অর্থনীতিবিদ অমর্ত্য সেন ও অভিজিৎ বিনায়ক বন্দ্যোপাধ্যায়।
এছাড়া, ওই কমিটিতে থাকবেন কমিটিতে থাকবেন সুগত বসু, শঙ্খ ঘোষ, যোগেন চৌধুরী, শীর্ষেন্দু মুখোপাধ্যায়, জয় গোস্বামী, সুবোধ সরকারের মতো সাহিত্য জগতের দিকপালরা।
কমিটির চেয়ারপার্সন মুখ্যমন্ত্রী স্বয়ং। বর্ষব্যাপী অনুষ্ঠানের দায়িত্ব নেবে বিশেষ কমিটি। মুখ্যমন্ত্রীর আশা, সব রাজ্য সরকার এধরনের কমিটি গঠন করবে।
এদিন একইসঙ্গে নেতাজি সম্পর্কিত যাবতীয় তথ্য এখনও প্রকাশ না করায় কেন্দ্রীয় সরকারের সমালোচনাও করেন মুখ্যমন্ত্রী। বলেন, ‘এখনও পর্যন্ত সমস্ত তথ্য প্রকাশ করেনি কেন্দ্রীয় সরকার। নেতাজিকে নিয়ে আসল তথ্য এখনও জানতে পারিনি। নেতাজির জন্মদিন আমরা জানি, মৃত্যুদিন জানি না।
ট্রেন্ডিং
সেরা শিরোনাম
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)