TMC: দলবিরোধী কাজের অভিযোগ, সাসপেন্ড তৃণমূলের শায়েস্তানগর অঞ্চল সভাপতি
West Bengal Politics: দলীয় সংগঠন মজবুত করতে বনগাঁ লোকসভা কেন্দ্রের অন্তর্গত পাঁচটি বিধানসভা কেন্দ্রের জন্য় পাঁচটি পৃথক কমিটি গঠন করল তৃণমূল কংগ্রেস।
সমীরণ পাল, বনগাঁ: এবারের বিধানসভা নির্বাচনে উত্তর ২৪ পরগনার বনগাঁয় হারের ক্ষত মেটাতে উদ্যোগী হল জেলা তৃণমূল কংগ্রেস নেতৃত্ব। বনগাঁ লোকসভা কেন্দ্রের অন্তর্গত পাঁচটি বিধানসভা অঞ্চলের জন্য পাঁচটি পৃথক কমিটি গঠন করা হল। প্রতিটি বিধানসভা কেন্দ্রের জন্য তৈরি এই কমিটিতে ১১ জন করে সদস্য থাকবেন। প্রতিটি কমিটি দেখভালের দায়িত্বে থাকবেন জেলাস্তরের একজন নেতা। দলের মধ্যেই গোষ্ঠীদ্বন্দ্ব থেকে শুরু করে হারের কারণ খোঁজার চেষ্টা করবে এই কমিটি। পাশাপাশি আজ উত্তর ২৪ পরগনা জেলা তৃণমূল কংগ্রেস সভাপতি জ্যোতিপ্রিয় মল্লিক জানান, ‘দলবিরোধী কাজের জন্য বাদুড়িয়ার শায়েস্তানগর এক নম্বর গ্রাম পঞ্চায়েতের অঞ্চল সভাপতি সেলিম শাহদিয়াকে ৬ বছরের জন্য দল থেকে বহিষ্কার করা হয়েছে।’
২১৩ আসন জিতে রাজ্যে তৃতীয়বারের জন্য ক্ষমতায় এসেছে তৃণমূল কংগ্রেস। উত্তর ২৪ পরগনাতেও ৩৩টি আসনের মধ্যে ২৮টিই গিয়েছে শাসক দলের ঝুলিতে। কিন্তু বনগাঁ লোকসভা কেন্দ্রে তৃণমূলকে পিছনে ফেলে এগিয়ে গিয়েছে বিজেপি। উত্তর ২৪ পরগনায় থাকা এই লোকসভা কেন্দ্রের অন্তর্গত পাঁচটি আসনের মধ্যে চারটিতেই বিজেপির কাছে পরাজিত হয়েছে তৃণমূল। বনগাঁ উত্তর ও বনগাঁ দক্ষিণ, গাইঘাটা ও বাগদায় বিজেপির কাছে পরাজিত হয়েছে তৃণমূল। একমাত্র স্বরূপনগর আসনে জয়ের মুখ দেখেছে তারা। এবার এই পাঁচটি বিধানসভা কেন্দ্রে দলীয় সংগঠনকে আরও মজবুত করতে তৎপর হল জেলা তৃণমূল নেতৃত্ব।
এই পরিস্থিতিতে সংগঠনের আরও মজবুত করতে পাঁচ বিধানসভা এলাকায় পৃথক পাঁচটি কমিটি গড়ল শাসকদল। প্রতিটি বিধানসভা কেন্দ্রের জন্য ১১ জনের একটি টিম তৈরি করা হয়েছে। এরই সঙ্গে দল থেকে এক নেতাকে সাসপেন্ড করল উত্তর ২৪ পরগনা জেলা তৃণমূল নেতৃত্ব। ৬ বছরের জন্য সাসপেন্ড করা হল বাদুড়িয়ার শায়েস্তানগর অঞ্চল সভাপতি সেলিম শাহরিয়াকে। শনিবার এই সিদ্ধান্তের কথা ঘোষণা করে জেলা তৃণমূল। দলের তরফে জানানো হয়েছে, বিধানসভা ভোটের সময় দলবিরোধী কাজের জন্য সেলিম শাহরিয়ার বিরুদ্ধে এই পদক্ষেপ করা হয়েছে।
শাসক দলের এই কমিটি গঠনকে কটাক্ষ করেছে বিজেপি।