এক্সপ্লোর
পঞ্চায়েত নির্বাচন নিয়ে ফের জট, ১৪ মে ভোটের দিন চূড়ান্ত মানছে না হাইকোর্টের সিঙ্গল বেঞ্চ, ৪ মে প্রধান বিচারপতির বেঞ্চে শুনানি

কলকাতা: ১৪ মে পঞ্চায়েত ভোট নিয়ে জটিলতা। ওই দিনকে ভোটের চূড়ান্ত দিন বলে মানছে না হাইকোর্টের সিঙ্গল বেঞ্চ। নিরাপত্তা ব্যবস্থা নিয়ে রাজ্য নির্বাচন কমিশনকে আগে রিপোর্ট দিতে হবে ডিভিশন বেঞ্চে। ভোটের চূড়ান্ত দিন ঘোষণা করবে প্রধান বিচারপতির নেতৃত্বাধীন বেঞ্চ। কমিশনের ভূমিকায় সন্তুষ্ট নয় সিঙ্গল বেঞ্চ। মামলার পরবর্তী শুনানি ৪ মে। ওই দিন হাইকোর্টের প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চে শুনানি হবে। সেদিনই সম্ভবত ভোটের দিন নিয়ে সিদ্ধান্ত হতে পারে। নিরাপত্তা নিয়ে স্পষ্ট তথ্য না দিয়েই কীভাবে ভোটের দিন ঘোষণা হল, তা নিয়ে প্রশ্ন তুলেছে সিঙ্গল বেঞ্চ।
খবর (News) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও পড়ুন






















