এক্সপ্লোর
Advertisement
রোগী মৃত্যু ঘিরে ধুন্ধুমার হাওড়ার হাসপাতালে, ভাঙচুর
হাওড়া: ভুল চিকিৎসায় রোগী মৃত্যুর অভিযোগ ঘিরে ধুন্ধুমার। উলুবেড়িয়া মহকুমা হাসপাতালে ব্যাপক ভাঙচুর রোগীর আত্মীয়দের।
উলুবেড়িয়া মহকুমা হাসপাতাল সূত্রে খবর, চোখে অস্ত্রোপচারের জন্য, সফর আলিকে অপারেশন থিয়েটারে নিয়ে যাওয়া হয়েছিল। কিন্তু অস্ত্রোপচার শুরুর আগে, চোখে একটি ড্রপ দেওয়ার পরই মৃত্যু হয় ওই প্রৌঢ়ের।
হাসপাতালের দাবি, হৃদরোগে আক্রান্ত হয়েছিলেন তিনি। যদিও এমনটা মানতে নারাজ মৃতের পরিজনরা।
তাদের দাবি, সফর আলি সুস্থ ছিলেন, বাড়িতে সব কাজ করছিলেন। কী করে হার্ট অ্যাটাক করল? ইসিজি কেন করায়নি, প্রশ্ন তাদের।
ভুল চিকিৎসায় মৃত্যুর অভিযোগ তুলে হাসপাতালের জরুরি বিভাগের ব্যাপক ভাঙচুর চালান মৃতের আত্মীয়রা। তাণ্ডব চলে, হাসপাতালের স্টাফ কোয়ার্টারেও। ঘটনাস্থলে গিয়ে বিক্ষোভের মুখে পড়েন উলুবেড়িয়া দক্ষিণের বিধায়ক পুলক রায়। ঘটনার জেরে বেশ কিছুক্ষণের জন্য ব্যাহত হয় হাসপাতালের পরিষেবা।
শুধু উলুবেড়িয়া মহকুমা হাসপাতালই নয়, চিকিৎসায় গাফিলতিতে রোগী মৃত্যুর অভিযোগ ঘিরে সাম্প্রতিক সময়ে রাজ্যের একাধিক হাসপাতালে তাণ্ডব চলেছে। কোথাও মার খেয়েছেন জুনিয়র ডাক্তাররা। কোথাও অপারেশন থিয়েটার ভাঙচুর হয়েছে। দফায় দফায় কর্মবিরতি হয়েছে একাধিক মেডিক্যাল কলেজ হাসপাতালে।
অনেকেই বলছেন, হাসপাতালের পরিষেবা নিয়ে অভিযোগ থাকতেই পারে, সেই অভিযোগ নির্দিষ্ট জায়গায় জানানোর সংস্থানও রয়েছে। কিন্তু তা না করে কেন বারবার টার্গেট করা হচ্ছে সরকারি সম্পত্তি? প্রশ্ন উঠছে।
খবর (News) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
বিনোদনের
জেলার
জেলার
ব্যবসা-বাণিজ্যের
Advertisement