এক্সপ্লোর
মালদায় ছিনতাইবাজদের ধরতে গিয়ে আক্রান্ত পুলিশ, গ্রেফতার ১২

মালদা: মালদার ইংরেজবাজারে ছিনতাইবাজদের ধরতে গিয়ে আক্রান্ত পুলিশ। ছিনতাইবাজ সন্দেহে কয়েকজনকে পাকড়াও করলে তাদের ছাড়াতে পুলিশের উপর চড়াও হয় একদল দুষ্কৃতী। অভিযোগ পুলিশকর্মীদের বেধড়ক মারধর করা হয়। এই ঘটনায় গ্রেফতার ১২। পুলিশ সূত্রে খবর, কয়েকদিন ধরেই ইংরেজবাজারের বাংলাদেশ লাগোয়া মহদিপুর এলাকায় ছিনতাইয়ের ঘটনা ঘটছিল। খবর পেয়ে মঙ্গলবার রাতে অভিযান চালায় পুলিশ। ছিনতাইবাজ সন্দেহে কয়েকজনকে পাকড়াও করলে তাঁদের ছাড়াতে চড়াও হয় ৩০-৪০ জনের একটি দল। পেরেক লাগানো লাঠি দিয়ে পুলিশকর্মীদের বেধড়ক মারধর করা হয় বলে অভিযোগ। গুরুতর জখম হন ইংরেজবাজার থানার এএসআই আনসারুল হক ও কনস্টেবল প্রাণজিৎ কুমার। এই ঘটনায় ১২ জনকে গ্রেফতার করে পুলিশ। যদিও, স্থানীয় বাসিন্দাদের একাংশের দাবি, প্রকৃত দোষীদের গ্রেফতার করা হয়নি। যদিও এই অভিযোগ অস্বীকার করেছে পুলিশ। এ দিনের ঘটনার পর এলাকা থমথমে। বসানো হয়েছে পুলিশ পিকেট।
খবর (News) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও পড়ুন
POWERED BY
সেরা শিরোনাম
খবর
ব্যবসা-বাণিজ্যের
ক্রিকেট
ব্যবসা-বাণিজ্যের






















