এক্সপ্লোর
পেঁয়াজ, টমেটো থেকে আদা, সবকিছুরই দাম চড়া, মধ্যবিত্তের পকেটে চাপ, কবে কমবে দাম, কেউ জানে না
![পেঁয়াজ, টমেটো থেকে আদা, সবকিছুরই দাম চড়া, মধ্যবিত্তের পকেটে চাপ, কবে কমবে দাম, কেউ জানে না Prices of all important items are high, nobody knows when the situation can be controlled পেঁয়াজ, টমেটো থেকে আদা, সবকিছুরই দাম চড়া, মধ্যবিত্তের পকেটে চাপ, কবে কমবে দাম, কেউ জানে না](https://static.abplive.com/wp-content/uploads/sites/3/2017/11/30133929/onion-price-hike.jpg?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
কলকাতা: পেঁয়াজ, টমেটো থেকে আদা--সবকিছুরই চড়া দাম। মধ্যবিত্তের পকেটে চাপ। কবে দাম কমবে, উত্তর নেই মোদী সরকারের খাদ্যমন্ত্রীর কাছে। শুরু হয়ে গিয়েছে রাজনৈতিক তরজা।
গড়িয়াহাট বাজার, লেক মার্কেটে বৃহস্পতিবার এক কেজি পেঁয়াজ বিক্রি হয়েছে ৬৫ থেকে ৭০ টাকায়। এক কেজি টমেটোর দাম ৬০ টাকা। আদা ৬০ থেকে ১০০ টাকা কেজি। মূল্যবৃদ্ধি নিয়ে মুখ্যমন্ত্রী কেন্দ্রকে দেখাচ্ছেন। বুধবার বিধানসভায় তিনি দাবি করেন, মূল্যবৃদ্ধি কেন্দ্রের ব্যাপার, পাল্টা মুখ খুলেছেন মোদী সরকারের খাদ্যমন্ত্রী।
কেন্দ্রীয় খাদ্যমন্ত্রী রামবিলাস পাসওয়ান বলেন, আলুর দাম কম বলে বাংলা থেকে কিছু আলু চেয়েছিলাম। বিরোধিতা করেছিলেন মমতা। কেন্দ্রীয় মন্ত্রীকে জবাব দিতে দেরি করেননি রাজ্যের মন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়। তিনি বলেন, আমার রাজ্যকে তো দেখতেই হবে...কৃষকরা যে ভাবে আত্মহত্যা করেছেন, তা এ রাজ্যে হয়নি।
যদিও এই রাজনৈতিক তরজায় সাধারণ মানুষের কোনও সুরাহা হচ্ছে না। মোদী সরকারের খাদ্যমন্ত্রী বলছেন, তাঁর কিছু করার নেই। তাঁর বক্তব্য দাম কবে কমবে, কতটা কমবে বলতে পারব না। ভুক্তভোগীদের অনেকেরই প্রশ্ন, কেন্দ্রীয় মন্ত্রীই যদি এভাবে হাত তুলে নেন, তাহলে বাজারের আগুন নিভবে কীভাবে? অচ্ছে দিন কীভাবে আসবে?
খবর (News) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
হুগলি
খবর
ব্যবসা-বাণিজ্যের
ক্রিকেট
Advertisement
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)