ফি বৃদ্ধির প্রতিবাদে পড়ুয়া ও গবেষকদের প্রতিবাদ, বিক্ষোভে উত্তপ্ত বিশ্বভারতী বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস
উপাচার্যের অফিসের সামনে প্ল্যাকার্ড হাতে বিক্ষোভে সামিল হলেন গবেষক ও পড়ুয়ারা।
গোপাল চট্টোপাধ্যায় ও এরশাদ আলম, বীরভূম: এক লাফে আটগুণ ফি বৃদ্ধি! প্রতিবাদে বিক্ষোভ বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ের পড়ুয়া ও গবেষকদের। বুধবার উপাচার্যর অফিসের সামনে বিক্ষোভের জেরে উত্তেজনা ছড়াল বিশ্বভারতী বিশ্ববিদ্যালয় চত্বরে। এ নিয়ে বিশ্বভারতীর মুখ্য জনসংযোগ আধিকারিককে ফোন করা হলেও, তিনি ফোন ধরেননি।
নতুন ফি বৃদ্ধির ঘোষণা হতেই বিক্ষোভ বিশ্বভারতীতে। উপাচার্যের অফিসের সামনে প্ল্যাকার্ড হাতে বিক্ষোভে সামিল হলেন গবেষক ও পড়ুয়ারা। এই সময় আন্দোলনকারীরা দেওয়ালে পোস্টার লাগাতে গেলে উত্তপ্ত হয়ে ওঠে পরিস্থিতি। পোস্টার নিয়ে নিরাপত্তারক্ষীদের সঙ্গে তুমুল বচসা বাঁধে গবেষক ও পড়ুয়াদের।
বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ের ছাত্রী রাধা বসাক বলছেন, 'পরীক্ষা ও মার্কশিটের ফি ৫০ টাকা থেকে বাড়িয়ে ১৪০০ টাকা করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।' মঙ্গলবার ফি বৃদ্ধির কথা জানার পরদিনই অসন্তোষ ছড়ায় বিশ্ববিদ্যালয়ে।পড়ুয়াদের অভিযোগ, কাউকে কিছু না জানিয়েই একলাফে অনেকটা ফি বৃদ্ধি করেছে কর্তৃপক্ষ। এই বিষয়ে বিশ্ববিদ্যালয়ের মুখ্য জনসংযোগ আধিকারিক অনির্বাণ মুখোপাধ্যায়কে ফোন করা হলেও, তিনি ফোন ধরেননি।