খেজুরিতে পদযাত্রা শুভেন্দুর, উপস্থিত ২ তৃণমূল বিধায়ক রণজিৎ মণ্ডল ও বনশ্রী মাইতি
পদযাত্রার আগে এলাকায় ছোলা-বাতাসা বিতরণ করেন শুভেন্দুর অনুগামীরা...
পূর্ব মেদিনীপুর: পূর্ব মেদিনীপুরের খেজুরিতে পদযাত্রা শুরু করলেন শুভেন্দু অধিকারী। বেলা সাড়ে ১১টা নাগাদ শুরু হয় পদযাত্রা।
সেখানে উপস্থিত খেজুরির তৃণমূল বিধায়ক রণজিৎ মণ্ডল ও কাঁথি দক্ষিণের তৃণমূল বিধায়ক বনশ্রী মাইতি। এলাকায় ছোলা-বাতাসা বিতরণ করেন শুভেন্দুর অনুগামীরা।
২০১০-এর ২৪ নভেম্বর সিপিএমের ঘরছাড়াদের ঘরে ফেরাকে কেন্দ্র করে সংঘর্ষ হয়। সেদিন থেকে এই দিনটিকে বশ্যতা বিরোধী দিবস হিসেবে পালন করে তৃণমূল।
প্রতিবছর তৃণমূলের ব্যানারে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। এবার পরিবহণমন্ত্রীর উদ্যোগে খেজুরির বাঁশগোড়া বাজার থেকে কামারদা পর্যন্ত পদযাত্রা।
এদিকে, শুভেন্দু অধিকারীর রাজনৈতিক অবস্থান নিয়ে জল্পনার মধ্যেই গতকাল পদত্যাগের ইচ্ছাপ্রকাশ করেন পূর্ব মেদিনীপুরের আরেক তৃণমূল নেতা।
সোমবার জেলা পরিষদের খাদ্য কর্মাধ্যক্ষের পদ থেকে ইস্তফার ইচ্ছাপ্রকাশ করেন শুভেন্দু ঘনিষ্ঠ বলে পরিচিত সিরাজ খান। স্বচ্ছতার সঙ্গে দফতরে কাজ করতে না পারার অভিযোগ করেছেন তিনি। সরব হন জেলার খাদ্য দফতরের বিভিন্ন আধিকারিকের দুর্নীতি নিয়ে।
পাশাপাশি দল বদলের জল্পনাকেও উস্কে দিয়েছেন তিনি। যে দলে গেলে জনগণের জন্য ভাল করে কাজ করতে পারবেন, সেখানেই যাবেন বলে জানিয়েছেন সিরাজ খান। সম্প্রতি কৈলাস বিজয়বর্গীর সঙ্গে তাঁর একটি ছবিও ভাইরাল হয়। তার পরেই জোরাল হয়েছে দল বদলের জল্পনা।