এক্সপ্লোর
Advertisement
আজ কলকাতায় ফের শুভেন্দুর সঙ্গে বৈঠক হতে পারে সৌগতর, মিলবে রফাসূত্র?
রফাসূত্রের খোঁজে আজ বিকেলে ফের শুভেন্দু অধিকারির সঙ্গে তৃণমূলের প্রবীণ নেতা তথা সাংসদ সৌগত রায়ের বৈঠক হতে পারে। কলকাতায় হতে পারে এই বৈঠক। দলের সঙ্গে শুভেন্দুর সমস্যার সমাধানের লক্ষ্যেই এই বৈঠক বলে জানা গিয়েছে। শুভেন্দুর মন বোঝার চেষ্টা বিগত কিছুদিন ধরেই শুরু করেছে তৃণমূল নেতৃত্ব। শু
কলকাতা: রফাসূত্রের খোঁজে আজ বিকেলে ফের শুভেন্দু অধিকারির সঙ্গে তৃণমূলের প্রবীণ নেতা তথা সাংসদ সৌগত রায়ের বৈঠক হতে পারে। কলকাতায় হতে পারে এই বৈঠক। দলের সঙ্গে শুভেন্দুর সমস্যার সমাধানের লক্ষ্যেই এই বৈঠক বলে জানা গিয়েছে। শুভেন্দুর মন বোঝার চেষ্টা বিগত কিছুদিন ধরেই শুরু করেছে তৃণমূল নেতৃত্ব। শুভেন্দুর সঙ্গে আলোচনার দায়িত্বে রয়েছেন সৌগতই। রাজ্যের মন্ত্রী শুভেন্দুর রাজনৈাতিক অবস্থান নিয়ে কিছুদিন ধরেই ধোঁয়াশা তৈরি হচ্ছে। রাজ্যের নানা জায়গায় তাঁর নামে পোস্টার পড়ছে। পোস্টারে থাকছে না তৃণমূলের উল্লেখ। সম্প্রতি বেশ কিছু সভাও করেছেন শুভেন্দু। সেগুলির কোনওটিই তৃণমূলের ব্যানারে হয়নি।
কয়েকদিন আগে পূর্ব মেদিনীপুরের রামনগরের একটি সভায় শুভেন্দু ধোঁয়াশা রেখেই মন্তব্য করেন, ‘আমি এখনও দলের প্রাথমিক সদস্য। রাজ্য মন্ত্রিসভারও সদস্য। দলের নিয়ন্ত্রকরা আমাকে তাড়াননি। আমিও দল ছাড়িনি। মুখ্যমন্ত্রী আমায় মন্ত্রিসভা থেকে তাড়ািয়ে দেননি। আমিও ছাড়িনি। যে ক’টি পদে আছি, সবকটিতেই আমি নির্বাচিত। মন্ত্রিসভায় থেকে দলের বিরুদ্ধে আমি কথা বলব না।’’
শুভেন্দু আরও বলেছিলেন, ‘দল করতে বিভিন্ন কারণে গেলে বিভেদ আসে। বিভেদ থেকে বিচ্ছেদও আসে। কিন্তু যতক্ষণ মন্ত্রিসভায় আছি বা দলে আছি, ততক্ষণ কোনও রাজনৈতিক কথা বলা যায় না। আমি সেটা বলতে পারি না।’
এই জল্পনার মধ্যে তৃণমূলের বিভিন্ন নেতা দাবি করেছেন, শুভেন্দু দলেই রয়েছেন। আবার বিজেপি দাবি করেছে যে, শুভেন্দুর তৃণমূল ছেড়ে বেরিয়ে আসা শুধু সময়ের অপেক্ষা। এমনই যখন পরিস্থিতি তখন শুভেন্দু এখনও পর্যন্ত নিজের অবস্থান খোলসা করেননি। আজ সৌগতর সঙ্গে তাঁর বৈঠকে কোনও সমাধান সূত্র বেরোয় কিনা, সেদিকে নজর রাজনৈতিক মহলের।
খবর (News) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
খবর
জেলার
জেলার
Advertisement