এক্সপ্লোর
এবার বিজেপিতে যোগ দিলেন ইশরাতের আইনজীবীও

কলকাতা: এবার ইশরাত জাহানের আইনজীবী নাজিয়া ইলাহি খানও বিজেপিতে যোগ দিলেন। কয়েকদিন আগেই গৈরিক শিবিরে যোগ দিয়েছেন তাত্ক্ষণিক তিন তালাক প্রথার বিরুদ্ধে আন্দোলনকারী তথা সুপ্রিম কোর্টে অন্যতম মামলাকারী ইশরাত। রাজ্য বিজেপি সভাপতি দিলীপ ঘোষ গতকাল বলেছেন, কয়েকদিন আগেই ইশরাত দলে যোগ দিয়েছেন। এবার তাঁর আইনজীবী ও বিশিষ্ট সমাজকর্মী নাজিয়া ইলাহি খানও বিজেপিতে যোগ দিয়েছেন। উল্লেখ্য, গত সপ্তাহে ইশরাত বিজেপিতে যোগ দেন। তার আগে তিন তালাক প্রথার বিরুদ্ধে লড়াইয়ের জন্য বিজেপির রাজ্য সদর দফতরে তাঁকে সংবর্ধনা জানানো হয়। ২০১৪-তে দুবাই থেকে ফোনে ইশরাতকে তিন তালাক দিয়ে বিবাহবিচ্ছেদ করেন তাঁর স্বামী। গত ২২ আগস্ট সুপ্রিম কোর্ট তাত্ক্ষণিক তিন তালাক প্রথা খারিজ করে দেয়।
খবর (News) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও পড়ুন






















