এক্সপ্লোর
Advertisement
নকশালবাড়িতে চা বাগানের শ্রমিককে মার, অভিযুক্ত ম্যানেজারের বাড়ি ঘিরে বিক্ষোভ, ভাঙচুর, সড়ক অবরোধ
নকশালবাড়ি: ঠিকা শ্রমিকদের মারধরের অভিযোগে নকশালবাড়ির কিরণচন্দ্র চা বাগানে শ্রমিক বিক্ষোভ। অভিযুক্ত ম্যানেজারের বাড়ি ঘিরে বিক্ষোভ, ভাঙচুর। আজ ভোর থেকে জাতীয় সড়ক অবরোধ শ্রমিকদের। অভিযুক্তকে গ্রেফতারের দাবিতে অনড় শ্রমিকরা।
চা বাগানের ম্যানেজারকে গ্রেফতারের দাবিতে বুধবার শ্রমিকদের বিক্ষোভ-অবরোধে এভাবেই উত্তেজনা ছড়াল দার্জিলিংয়ের নকশালবাড়িতে।
প্রায় দশ ঘণ্টা অবরুদ্ধ থাকল ৩১ নম্বর জাতীয় সড়ক।
স্থানীয় সূত্রে খবর, কিরণচন্দ্র চা বাগানে নির্মাণকাজ চলছে। মঙ্গলবার মাল নামানো-ওঠানো নিয়ে ৫৫ বছরের এক ঠিকা শ্রমিক ও তাঁর ছেলের সঙ্গে বচসা বাধে চা বাগানের ম্যানেজার পীযুশ গঙ্গোপাধ্যায়ের।
অভিযোগ, দু’জনকে চড় মারেন ম্যানেজার।
এরপর বাগানের আরও আধিকারিকরা এসে ব্যাপক মারধর করে দুই ঠিকা শ্রমিককে।
গুরুতর আহত অবস্থায় ৫৫ বছরের ওই ঠিকা শ্রমিককে প্রথমে উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজ হাসপাতাল ও পরে অবস্থার অবনতি হলে, শিলিগুড়ির একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়।
এরপরেই ক্ষিপ্ত হয়ে ওঠেন ঠিকাশ্রমিক ও চা বাগানের শ্রমিকরা। মঙ্গলবার রাত সাড়ে আটটা নাগাদ ম্যানেজারের বাড়ি ঘিরে শুরু হয় বিক্ষোভ। একাধিক গাড়িতেও ভাঙচুর চলে।
রাত একটা নাগাদ নকশালবাড়ি থানার পুলিশ এসে ম্যানেজার ও বাকি আধিকারিকদের পিছনের দিক দিয়ে উদ্ধার করে নিয়ে যায়।
এরপর বুধবার ভোর চারটে থেকে জাতীয় সড়ক অবরোধ করে শ্রমিকরা।
তাঁদের দাবি, অভিযুক্ত ম্যানেজারকে বরখাস্ত করে গ্রেফতার করতে হবে।
দীর্ঘক্ষণ অবরুদ্ধ থাকার পর অবশেষে পুলিশ অবরোধ উঠিয়ে দেয়। দিনভর বিক্ষোভের জেরে আজ কিরণচন্দ্র চা বাগানে বন্ধ ছিল চা পাতা তোলার কাজ।
খবর (News) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
জেলার
লাইফস্টাইল-এর
জেলার
ব্যবসা-বাণিজ্যের
Advertisement