WB Election 2021 BJP Candidate List LIVE: নন্দীগ্রামে বিজেপি প্রার্থী শুভেন্দু, ডেবরায় ভারতী ঘোষ
WB Election 2021 BJP Candidate Name List Announcement LIVE Updates: রবিবার, মোদির ব্রিগেডের আগেই প্রার্থী তালিকা গেরুয়া শিবিরের

Background
আজই বিজেপির প্রার্থী তালিকা প্রকাশ। আজই প্রথম ২ দফার ভোটের প্রার্থী তালিকা প্রকাশ। মোদির ব্রিগেডের আগেই প্রার্থী তালিকা বিজেপির। বিজেপি সূত্রের খবর, নন্দীগ্রাম থেকেই প্রার্থী হচ্ছেন শুভেন্দু অধিকারী। খড়গপুরে দিলীপ ঘোষকে প্রার্থী করা নিয়ে জল্পনা।
আগামীকাল, বিজেপির ব্রিগেড সমাবেশ। আর সেখানে মূল আকর্ষণ অবশ্যই নরেন্দ্র মোদি। আগামীকাল বিজেপির ব্রিগেড সমাবেশে উপস্থিত থাকবেন প্রধানমন্ত্রী।
গেরুয়া শিবির সূত্রে খবর ছিল, মোদির ব্রিগেড সমাবেশের পরই প্রথম দু'দফার প্রার্থীতালিকা প্রকাশ করার কথা ছিল বিজেপির। কিন্তু, শনিবার বিকেলে সিদ্ধান্ত নেওয়া হয়, এদিনই প্রথম দুদফার প্রার্থী তালিকা প্রকাশ করা হবে।
BJP Candidate List LIVE বিজেপির প্রার্থী তালিকা: জেলা- দক্ষিণ ২৪ পরগনা
গোসাবা - চিত্ত প্রামাণিক
পাথরপ্রথিমা - অসিত হালদারা
কাকদ্বীপ - দীপঙ্কর জানা
সাগর - বিকাশ কামিলা
BJP Candidate List LIVE বিজেপির প্রার্থী তালিকা: জেলা- বাঁকুড়া (পার্ট ২)
তালড্যাংরা - শ্যামল সরকার
বাঁকুড়া - নীলাদ্রী শেখর দানা
ওন্দা - অমর শঙ্খ
বিষ্ণুপুর - তন্ময় ঘোষ
কোতুলপুর - হরকালী প্রতিহার
ইন্দাস - নির্মল ধাড়া
সোনামুখী - দিবাকর ঘরামি






















