WB Election 2021 Live Updates: তৃণমূলে দমবন্ধ পরিস্থিতি, আত্মসমালোচনা করা উচিত, মন্তব্য শোভনের
দুই মেদিনীপুর, ঝাড়গ্রামের পর এবার পুরুলিয়ায় দলীয় কর্মসূচিতে বিজেপি নেতা
LIVE
Background
কলকাতা: ক্যালেন্ডারে ২০২১।
আর কয়েক মাস পরই রাজ্যে হাইভোল্টেজ বিধানসভা নির্বাচন। সেই সময় যত এগোচ্ছে ততই বাড়ছে রাজনৈতিক উত্তাপ! শনিবার যার আঁচ মিলল বিজেপির সর্বভারতীয় সভাপতির একদিনের বঙ্গ সফর ঘিরে।
কৃষকের বাড়িতে মধ্যাহ্নভোজ, জনসভা-- একের পর এক কর্মসূচি থেকে এদিন তৃণমূলের বিরুদ্ধে একাধিক আক্রমণ শাণিয়েছেন জে পি নাড্ডা।
এর আগে ১০ ডিসেম্বর ডায়মন্ডহারবারে সভায় যাওয়ার পথে বিজেপি সভাপতির কনভয়ে হামলার ঘটনা ঘটে। এরপর একটি অনুষ্ঠান থেকে বহিরাগত ইস্যুতে নাড্ডাকে আক্রমণ করেন মমতা বন্দ্যোপাধ্যায়।
শনিবার সেই প্রসঙ্গ উল্লেখ করে তৃণমূলকে পাল্টা আক্রমণ করেন নাড্ডা। বিজেপি সর্বভারতীয় সভাপতি বলেন, আমার নামের আগে যা যা অলঙ্কার মমতা দিয়েছেন সেটা কি বাংলার কালচার? আমার কনভয়ে হামলা হল, সেটা কি বাংলার কালচার? বিজেপিই বাংলার কালচারের প্রকৃত বাহক।
কটাক্ষ করে সৌগত রায় বলেন, ওর নামের সঙ্গে কোনও অলঙ্কার জোড়া হয়নি। ওর নামের সঙ্গে চাড্ডাটা মেলে।আর চাড্ডা তো কোনও খারাপ কথা নয়। পঞ্জাবীদের একটা পদবি হল চাড্ডা। তবে কনভয়ে ইট ছোড়া না হলেই ভাল হত। আমরা বাংলার সংস্কৃতি কী জানি।
সম্প্রতি সিএএ ইস্যুতে বেসুরো হয়ে ওঠেন বনগাঁর বিজেপি সাংসদ শান্তনু ঠাকুর। ড্যামেজ কন্ট্রোলে নেমে তাঁর সঙ্গে বৈঠক করে বিজেপি নেতৃত্ব। এদিন সেই সিএএ চালু নিয়ে আশ্বাস দেন বিজেপি সভাপতি। বলেন, সিএএ আমাদের প্রতিশ্রুটি। আমরা চালু করবই।
পাল্টা সৌগত বলেন, দেড় বছর ধরে একই কথা। রুলই এখনও ঠিক করতে পারেনি। অসমে থমকে গেছে। মতুয়া ভোট পেতে এসব বলছে।
বাংলার ক্ষমতা দখলকে পাখির চোখ করেছে বিজেপি। ক্ষমতা নিজেদের দখলে রাখতে মরিয়া তৃণমূল। আর যুযুধান দু’পক্ষের তরজায় ক্রমশ চড়ছে রাজ্য রাজনীতির উত্তাপের পারদ!