রানিগঞ্জে জখম পুলিশকর্তাকে দেখতে যেতে চাইলেন রাজ্যপাল, পরিস্থিতি ‘অশান্ত’, যাবেন না, বলল রাজ্য
কলকাতা: দুর্গাপুর গিয়ে আহত ডিসিপি-কে দেখতে যাওয়া হল না রাজ্যপাল কেশরীনাথ ত্রিপাঠির। রাজ্য প্রশাসন জানিয়ে দিল, বর্তমান পরিস্থিতিতে তাঁকে যথোপযুক্ত নিরাপত্তা দেওয়া সম্ভব নয়। রানিগঞ্জে রাম নবমীর মিছিলকে কেন্দ্র করে শুরু হওয়া অশান্তি ঠেকাতে গিয়ে আহত হন আসানসোল-দুর্গাপুর সার্কলের ডিসি সদর অরিন্দম দত্ত চৌধুরী। তাঁকে ভর্তি করা হয় দুর্গাপুরের হাসপাতালে।
এদিন আহত পুলিশ অফিসারকে দেখতে যাওয়ার ইচ্ছাপ্রকাশ করেন রাজ্যপাল। রাজভবনের প্রেস সচিব জানান, পরিস্থিতির সঙ্গে অবগত হতেই রাজ্যপাল সেখানে যেতে চেয়েছিলেন। কিন্তু, এদিন নবান্নর তরফে জানিয়ে দেওয়া হয়, পরিস্থিতি ঠিক নেই। বর্তমানে, সেখানে যেভাবে পুলিশ মোতায়েন রয়েছে, তাতে রাজ্যপালের জন্য প্রয়োজনীয় নিরাপত্তা ব্যবস্থা করা সম্ভব নয়। এরপরই দুর্গাপুর যাওয়ার পরিকল্পনা বাতিল করতে হয় রাজ্যপালকে।
রাজভবনের তরফে এক বিবৃতিতে জানানো হয়েছে, আহত পুলিশকর্মীকে দেখতে এবং বর্তমান পরিস্থিতি জানতে দুর্গাপুরের হাসপাতালে যাওয়ার পরিকল্পনা করেছিলেন রাজ্যপাল। যদিও, রাজ্য সরকারের তরফে জানানো হয়, সেখানে ইতিমধ্যেই প্রচুর পুলিশ মোতায়েন রয়েছে। তাই রাজ্যপালকে পর্যাপ্ত নিরাপত্তা দেওয়া কঠিন। পাশাপাশি রানিগঞ্জ, আসানসোলে পরিস্থিতি এখনও উত্তপ্ত বলে রাজ্যপালকে সেখানে না যাওয়ার পরামর্শ দেওয়া হয়।
সূত্রের খবর, সরকারের মনোভাবে ক্ষুব্ধ রাজ্যপাল। রানিগঞ্জ পরিস্থিতি নিয়ে তিনি বলেন, কোথাও কোনও অশান্তি হওয়া উচিত নয়। রাজ্যকে যা বলার আলাদাভাবে বলব। বিজেপি অবশ্য এই ইস্যুতেও তৃণমূল সরকারের বিরুদ্ধে সুর চড়িয়েছে। রাজ্য সভাপতি দিলীপ ঘোষ বলেন, রাজ্যপালের মনে হয়েছে, নাগরিকরা চাপে। পুলিশ কোনওপ্রকার সাহায্য করছে না। আমার মনে হয়, প্রশাসনের প্রস্তুতি দেখার জন্য রাজ্যপাল যেতে চেয়েছেন। লুকিয়ে রাখার জন্য যেতে না করেছে। তৃণমূল বলছে, পরিস্থিতি শান্ত হলে সেখানে যাওয়া উচিত। মহাসচিব পার্থ চট্টোপাধ্যায় বলেন, কারোর ওখানে যাওয়ার আগে পরিস্থিতি শান্ত হওয়া দরকার।