এক্সপ্লোর
Advertisement
সাপ্তাহিক রাশিফল
২ অক্টোবর ২০১৬- ৮ অক্টোবর ২০১৬
রবি – কন্যা। চন্দ্র – কন্যা। মঙ্গল – ধনু। বুধ – কন্যা। বৃহস্পতি –কন্যা। শুক্র – তুলা। শনি – বৃশ্চিক। রাহু - সিংহ। কেতু – কুম্ভ। তিথি প্রতিপদ থেকে সপ্তমী।
মেষ
সপ্তাহের প্রথম দিকে সম্পত্তি ক্রয়বিক্রয় নিয়ে কোনও উচ্চতর ব্যক্তির সঙ্গে আলোচনা। শরীরে একটু চাপ থাকলেও শেষের দিকে ঠিক হয়ে যাবে। উচ্চশিক্ষার ও গবেষণার সুযোগ মিলতে পারে। স্ত্রীর জন্য খরচ বাড়বে। ব্যবসার জন্য নতুন কোনও বিষয় নিয়ে আলোচনা। বাড়িতে অনেক অতিথি আসতে পারে। সন্তানের জন্য কোনও কাজের ব্যবস্থা। অতিরিক্ত খরচের জন্য আর্থিক চাপ থাকবে। টোটকা- মনের ইচ্ছা পূরণের জন্য সন্ধি পূজার সময় তিনটি নিখুঁত ফল দুর্গা দেবীর চরণে দান করুন।
বৃষ
সপ্তাহের প্রথম দিকে রক্তচাপ নিয়ে শরীরে কোনও রোগ দেখা দিতে পারে। একটু সাবধানে চলাফেরা করুন। কোনও স্থানে আঘাতের সম্ভাবনা। অপর কোনও ব্যক্তির শরীর খারাপের জন্য কাজের ক্ষতি হতে পারে। পিতার সম্পত্তি নিয়ে ভাইবোনে বিবাদের জন্য আনন্দ নষ্ট। তীর্থ ভ্রমণের জন্য খরচ বাড়তে পারে। এ সপ্তাহে বাড়িতে অনেক কিছু করেও কারও মন পাবেন না। পিতার শরীরের জন্য চাপ বৃদ্ধি। টোটকা- মনের একটি ইচ্ছা পূরণের জন্য সন্ধি পূজার সময় তিনটি নিখুঁত ফল দুর্গা দেবীর চরণে দান করুন।
মিথুন
বিজ্ঞান বিষয়ে কাজের ব্যাপারে সাফল্য লাভ। বাড়িতে নতুন কোনও লোকের জন্য বিপদ থেকে মুক্তিলাভ, ব্যবসায় অর্থ বিনিয়োগ হতে পারে, পেটের কোনও সমস্যার জন্য ডাক্তারের ব্যবস্থা করতে হতে পারে। বাড়তি খরচ হওয়ার জন্য আয় ব্যয়ের সমতা থাকবে না, কর্মস্থানে দুরূহ কাজের দায়িত্ব নেওয়ার জন্য উচ্চ ব্যক্তির কাছে সুনাম বৃদ্ধি। শত্রুর মোকাবিলা করবার জন্য আইনের ব্যবস্থা গ্রহণ। স্ত্রীর ব্যাপারে একটু চাপ বাড়তে পারে। টোটকা- মনের একটি ইচ্ছা পূরণের জন্য সন্ধি পূজার সময় তিনটি নিখুঁত ফল দুর্গা দেবীর চরণে দান করুন।
কর্কট
একাধিক স্থান থেকে আয় বাড়তে পারে। সন্তানের শরীরের ব্যাপারে একটু চিন্তা বৃদ্ধি। বিষয় সম্পত্তি নিয়ে কোনও অশান্তির কারণে আইনি ব্যবস্থা। শিল্পীদের জন্য কাজের সুযোগ। ব্যবসার দিকে কোনও চাপ থাকবে তবে শেষের দিকে ঠিক হয়ে যাবে। পিতামাতার জন্য খরচ বৃদ্ধি। পূজা পাঠে মনের শান্তি বাড়তে পারে। প্রতিবেশীর সঙ্গে মধুর সম্পর্ক হওয়ার জন্য মনে আনন্দ। অর্থ খরচ বৃদ্ধি হওয়ার জন্য বাড়িতে একটু বিবাদ। রক্তচাপ বৃদ্ধি। টোটকা- মনের একটি ইচ্ছা পূরণের জন্য সন্ধি পূজার সময় তিনটি নিখুঁত ফল দুর্গা দেবীর চরণে দান করুন।
সিংহ
কর্মস্থানে উন্নতির যোগ ও কাজের জন্য দূরে যেতে হতে পারে। পড়াশুনার জন্য কোনও সুযোগ আসতে পারে। স্বামীস্ত্রীর চেষ্টায় বিপদ থেকে উদ্ধার। মধ্যভাগে কাজের চাপে বাড়িতে সময় দিতে পারবেন না। ব্যবসায় নতুন ব্যবস্থা চালু হতে পারে, আর্থিক চাপ বৃদ্ধি। ঠাকুরের কাজের জন্য দান। গুরুজনের শরীর নিয়ে চিন্তা বৃদ্ধি। বিলাসিতার জন্য খরচ বাড়তে পারে। কিছু চুরি হওয়ার যোগ। টোটকা- মনের একটি ইচ্ছা পূরণের জন্য সন্ধি পূজার সময় তিনটি নিখুঁত ফল দুর্গা দেবীর চরণে দান করুন।
কন্যা
আপনার উন্নতির জন্য কোনও আত্মীয় আপনার শত্রু হতে পারে। ব্যবসার জন্য কোনও আয়ের পথ চালু। সপ্তাহের মধ্যভাগে শরীরের সমস্যা বাড়তে পারে। পিতার জন্য কোনও সমস্যা থেকে মুক্তি লাভ। আইনি ব্যবস্থায় ভাল লোকের জন্য সুবিধা মিলতে পারে। অর্থ ব্যবস্থা ভাল হয়ে যাবে, স্ত্রীর কারণে অনেক খরচ বৃদ্ধি, সন্তানের পড়াশুনাতে মন না বসার জন্য চিন্তা। অভিনেতাদের জন্য ভাল সুযোগ আসতে পারে। টোটকা- মনের একটি ইচ্ছা পূরণের জন্য সন্ধি পূজার সময় তিনটি নিখুঁত ফল দুর্গা দেবীর চরণে দান করুন।
তুলা
সপ্তাহের প্রথম দিকে কোনও মহিলা নিয়ে সমস্যা আসতে পারে। শরীরের দিকে একটু সমস্যা বাড়বে। কর্মসূত্রে দূরে ভ্রমণ হতে পারে। পরিবারে ভুল বোঝাবুঝি নিয়ে মন খারাপ। ব্যবসার দিকে বাড়তি চাপ শরীরে ক্লান্তি বাড়াতে পারে। আত্মীয়দের জন্য কোনও সম্পত্তি নিয়ে বিবাদ। মাথা গরম থেকে সাবধান। পিতামাতা নিয়ে দূরে ভ্রমণের আলোচনা। স্ত্রীর কোনও কাজের যোগাযোগ আসতে পারে, বন্ধুর কাছে অর্থ সাহায্য পাবেন। টোটকা- মনের একটি ইচ্ছা পূরণের জন্য সন্ধি পূজার সময় তিনটি নিখুঁত ফল দুর্গা দেবীর চরণে দান করুন।
বৃশ্চিক
সপ্তাহের প্রথম দিক গাড়ি চালকদের জন্য ভাল সময় বলা চলে। আর্থিক দিক খুব একটা খারাপ যাবে না। কোনও আত্মীয়ের বাজে খবর আসতে পারে, বাড়িতে পূজা পাঠের জন্য মনের আনন্দ বৃদ্ধি, অপ্রিয় সত্য কথা বলার জন্য বন্ধুমহলে বিবাদ। লটারির দিক দিয়ে ভাল যোগাযোগ। চোখের সমস্যা বাড়তে পারে। অপরকে সাহায্য করার জন্য কোনও ক্ষতি। স্ত্রীর ব্যাপারে একটু চাপ বাড়বে। টোটকা- মনের একটি ইচ্ছা পূরণের জন্য সন্ধি পূজার সময় তিনটি নিখুঁত ফল দুর্গা দেবীর চরণে দান করুন।
ধনু
ব্যবসার দিকটা ভাল গেলেও অর্থ হাতে একদম থাকবে না, ডাক্তারের খরচ বাড়তে পারে। বাড়িতে কোনও বাড়তি খরচ হওয়ার যোগ। বিদেশের কোনও বন্ধুর জন্য মন খারাপ। প্রেমের জন্য চাপ বাড়তে পারে। স্ত্রীর কারণে বাড়িতে বিবাদের যোগ। পেটের সমস্যা বৃদ্ধি। মধ্যভাগে সন্তানের মতিগতি ও আচরণের জন্য মনের কষ্ট। আইনি কোনও কাজ ভাল দিকে যেতে পারে। চাকরিক্ষেত্রে সুনাম বাড়তে পারে। টোটকা- মনের একটি ইচ্ছা পূরণের জন্য সন্ধি পূজার সময় তিনটি নিখুঁত ফল দুর্গা দেবীর চরণে দান করুন।
মকর
শরীরের দিকে একটু নজর দিন, অতিরিক্ত চাপের জন্য শরীরে ক্লান্তি। শত্রুর সঙ্গে কোনও আলোচনার আগে শতবার চিন্তা করুন, পরিবারের দায়িত্ব পালনের জন্য ব্যয় বৃদ্ধি। মাতার শরীর নিয়ে একটু চিন্তা বাড়তে পারে। বাড়িতে কোনও অতিথি আসতে পারে। কোনও মূল্যবান বস্তু কেনার জন্য বাড়িতে আলোচনা। শিল্পীদের জন্য ভাল খবর আসতে পারে। অপরের ব্যবহারে মনের কষ্ট বৃদ্ধি। আর্থিক চাপ কম থাকবে। টোটকা- মনের একটি ইচ্ছা পূরণের জন্য সন্ধি পূজার সময় তিনটি নিখুঁত ফল দুর্গা দেবীর চরণে দান করুন।
কুম্ভ
কোনও পুরনো শত্রু বড় ক্ষতি করতে পারে। অার্থিক ব্যাপারে চাপ বাড়তে পারে। স্ত্রীর কারণে বহু ব্যয় বাড়তে পারে। বাড়িতে কাজের লোকের জন্য অশান্তি হতে পারে। গুণীজনের কাছে থাকার জন্য মানসিক শান্তি বৃদ্ধি। জমি ক্রয়বিক্রয়ের জন্য আত্মীয়ের সঙ্গে বিবাদ। কাজের জন্য কোনও নতুন যোগাযোগ হতে পারে। ডাক্তারদের সুনাম বাড়বে। অপর ব্যক্তির জন্য প্রেমে অশান্তি বাড়তে পারে। শেষের দিকে কোনও পাওনা আসতে পারে। টোটকা- মনের একটি ইচ্ছা পূরণের জন্য সন্ধি পূজার সময় তিনটি নিখুঁত ফল দুর্গা দেবীর চরণে দান করুন।
মীন
শরীরের দিকে কোনও চাপ থাকার জন্য কাজের ক্ষতি হতে পারে। সপ্তাহের শেষের দিকে খরচ বাড়তে পারে। কোনও গুরুজনের থেকে ভাল উপকার পাবেন। স্ত্রীর আবদার পূরণ। ভুলে যাওয়ার জন্য কর্মক্ষেত্রে অপমান। ধর্ম প্রচারে আনন্দ লাভ। রক্ত চাপের জন্য একটু সাবধান থাকুন। নিজের বুদ্ধির জোরে শত্রুর মোকাবিলা। ব্যবসার দিকে ভাল খবর আসতে পারে। কোনও মহিলার/পুরুষের জন্য বাড়িতে বিবাদ। টোটকা- মনের একটি ইচ্ছা পূরণের জন্য সন্ধি পূজার সময় তিনটি নিখুঁত ফল দুর্গা দেবীর চরণে দান করুন।
খবর (News) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
জেলার
জেলার
ব্যবসা-বাণিজ্যের
ব্যবসা-বাণিজ্যের
Advertisement