West Bengal Assembly Election 2021 Live Updates: আজ অভিষেকের গড়ে শোভন-বৈশাখীর জনসভা
আজ ঝাড়গ্রামে সভা করবেন শুভেন্দু অধিকারী ও দিলীপ ঘোষ। দুপুর ৩টেয় জামদা সার্কাস ময়দানে এই সভা হওয়ার কথা। খড়গপুরে দুটি সরকারি অনুষ্ঠানে যোগ দিয়ে, ঝাড়গ্রামের সভায় আসবেন বিজেপির রাজ্য সভাপতি।
LIVE
Background
বিধানসভা নির্বাচনের আগে আজ রাজ্যের রাজনীতিতে কী কী ঘটল, কী কী ঘটে গেছে, পড়ুন।
আজ ঝাড়গ্রামে সভা করবেন শুভেন্দু অধিকারী ও দিলীপ ঘোষ। দুপুর ৩টেয় জামদা সার্কাস ময়দানে এই সভা হওয়ার কথা। খড়গপুরে দুটি সরকারি অনুষ্ঠানে যোগ দিয়ে, ঝাড়গ্রামের সভায় আসবেন বিজেপির রাজ্য সভাপতি।প্রজাতন্ত্র দিবসে নন্দীগ্রামে কৃষকদের সঙ্গে মধ্যাহ্নভোজ সারেন শুভেন্দু অধিকারী। তার আগে নন্দীগ্রাম ২ নম্বর ব্লকের শিবরামপুর থেকে ঢোলপুকুর বাজার পর্যন্ত কৃষি আইনের সমর্থনে পদযাত্রা করেন বিজেপি নেতা। এরপর বিরুলিয়া গ্রামে কৃষক পরিবার থেকে শস্যদানা সংগ্রহ করে স্থানীয় একটি স্কুলে সকলের সঙ্গে মধ্যাহ্নভোজ সারেন নন্দীগ্রামের প্রাক্তন বিধায়ক। 'দুই নয়, এক জায়গাতেই ভোটে দাঁড়াতে হবে মমতা বন্দ্যোপাধ্যায়কে", নন্দীগ্রামে ফের সভা করে হুঁশিয়ারি দেন শুভেন্দু অধিকারী।
অন্যদিকে, দুর্নীতি ইস্যুতে শুভেন্দু অধিকারীকে নিশানা করলেন জিতেন্দ্র তিওয়ারি। কৌশলে তার সঙ্গে জুড়ে দিলেন নরেন্দ্র মোদির নাম। তেইশে জানুয়ারি মোদি-শুভেন্দু সাক্ষাতের প্রসঙ্গ টেনে পাণ্ডবেশ্বরের তৃণমূল বিধায়কের কটাক্ষ, এক মাসের মধ্যে জুট কর্পোরেশনকে লুঠ কর্পোরেশনে পরিণত করেছেন শুভেন্দু। কটাক্ষ উড়িয়ে বিজেপির পাল্টা জবাব, জিতেন্দ্র তিওয়ারির কথার কোনও ঠিক নেই।
অন্যদিকে বারবার গরু ও কয়লাপাচার কাণ্ডে যোগ নিয়ে বিরোধীদের অভিযোগের তিরে বিদ্ধ রাজ্যের শাসক দল। কয়লা ব্যবসায়ী অনুপ মাঝির পর, এবার গরু পাচারকাণ্ডে যুব তৃণমূল নেতা বিনয় মিশ্রের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করল আসানসোলের বিশেষ সিবিআই আদালত। সিবিআই সূত্রে খবর, গতকালও যুব তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক বিনয় মিশ্রর বাড়িতে তল্লাশি চালানো হয়। কিন্তু খোঁজ মেলেনি গরু পাচারকাণ্ডে অভিযুক্ত নেতার। সিবিআইয়ের দাবি, জিজ্ঞাসাবাদে বিনয়ের ভাই বিকাশ মিশ্র দাবি করেন, পরিবারও তাঁর ফেরার হওয়ার ব্যাপারে কিছু জানে না। সেই কারণেই কয়লা ব্যবসায়ী অনুপ মাঝি ওরফে লালার পর, যুব তৃণমূল নেতা বিনয় মিশ্রের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারির সিদ্ধান্ত নেওয়া হয়। খবর সিবিআই সূত্রে।