WB Election 2021 LIVE : বাংলা এগোচ্ছে, তাই অনেকে ঈর্ষাণ্বিত, দিল্লি থেকে এসে মিথ্যে প্রচার, বললেন মমতা;কেন্দ্রীয় প্রকল্প থেকে রাজ্যের কৃষকরা বঞ্চিত কেন? প্রশ্ন রাজ্যপালের
West Bengal Assembly Election 2021: পশ্চিমবঙ্গের ভোটে ভরাডুবি হবে বিজেপির, বললেন প্রশান্ত কিশোর।
LIVE

Background
বীরভূম: মেদিনীপুরের পর এবার বীরভূম! বালিজুড়ির আদিবাসী পরিবারের পর রবিবার বাউল পরিবারে মধ্যাহ্ন ভোজ সারবেন অমিত শাহ।
শনিবার শান্তিকুঞ্জে ভাঙন ধরানোর পর রবিবার অমিত শাহর শান্তিনিকেতন সফর। রবিতীর্থে অমিতের সফরের আগে শনিবার থেকেই সাজো সাজো রব।
বিজেপি সূত্রে খবর, রবিবার বিশ্বভারতীর উপাচার্যের সঙ্গে বৈঠক করবেন শাহ। ঘুরে দেখবেন আশ্রম চত্বর। তাৎপর্যপূর্ণভাবে, সেসময় উপাচার্য বিদ্যুৎ চক্রবর্তী ও আশ্রমিকরা ছাড়া থাকবেন না দলীয় প্রতিনিধিরা।
দুপুরে রতনপল্লিতে বাসুদেব দাস বাউলের বাড়িতে যাবেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী। শুনবেন গান, শিল্পীর বাড়ির শিব মন্দিরে নীলকন্ঠ ফুল, দুধ দিয়ে শিব পুজো দেবেন শাহ।
শনিবার মেদিনীপুরে আদিবাসী বাড়িতে মধ্যাহ্নভোজ সারেন অমিত শাহ। রবিবার শান্তিনিকেতনে বাউল বাসুদেব দাসের বাড়িতে তাঁর মধ্যাহ্নভোজ।
দুপুরের খাওয়া সেরে অমিত শাহ পৌঁছবেন বোলপুর ডাকবাংলোতে। পুজো দেবেন হুনুমান মন্দিরে। পরে ডাকবাংলো মাঠ থেকে বোলপুর চৌরাস্তা পর্যন্ত বিজেপির মিছিলে অংশ নেবেন তিনি। মিছিল শেষে সাংবাদিক বৈঠক করার কথা শাহর।
ট্রেন্ডিং
সেরা শিরোনাম
