WB Corona Cases: রাজ্যে একদিনে করোনা আক্রান্ত ১৩ হাজার ছুঁইছুঁই, মৃত ৫৯
রাজ্য স্বাস্থ্য দফতরের দেওয়া তথ্য অনুসারে, গত ২৪ ঘণ্টায় রাজ্যে নতুন করে করোনা আক্রান্ত হয়েছেন ১২,৮৭৬ জন
কলকাতা : ১০ হাজার। ১১ হাজার। ১২ হাজার পেরিয়ে, এবার দৈনিক আক্রান্তের সঙ্গে ১৩ হাজার ছুঁইছুঁই!
ভয়ঙ্কর রেকর্ড। রাজ্যে নতুন করে করোনা আক্রান্ত এবার ১৩ হাজারের পথে। রাজ্য স্বাস্থ্য দফতরের দেওয়া তথ্য অনুসারে, গত ২৪ ঘণ্টায় রাজ্যে নতুন করে করোনা আক্রান্ত হয়েছেন ১২,৮৭৬ জন। গত ২৪ ঘণ্টায় এ রাজ্যে করোনা মৃত্যু ৫৯। কলকাতায় নতুন করে করোনা আক্রান্ত ২৮৩০ । উত্তর ২৪ পরগনায় সংখ্যাটা ২৫৮৫। হাওড়ায় গত ২৪ ঘণ্টায় করোনার কবলে ৭৪৬।
রাজ্য জুড়ে ভয়াবহ করোনা পরিস্থিতি । প্রতিদিনই লাফিয়ে লাফিয়ে বাড়ছে রাজ্যে করোনা আক্রান্তের সংখ্যা । এখনও পর্যন্ত রাজ্যের মোট করণা আক্রান্তের সংখ্যা ৭১৩৭৮০ । অ্যাক্টিভ করোনা আক্রান্তের সংখ্যা ৭৪৭৩৭ । করোনার প্রথম ও দ্বিতীয় ঢেউ মিলিয়ে রাজ্যে মোট মৃতের সংখ্যা ১০৮২৫। কলকাতাতেও প্রতিদিন দ্রুত হারে বাড়ছে করোনা আক্রান্তের সংখ্যা।
রাজ্য সরকারের দেওয়া করোনা আক্রান্তের সংখ্যার নিরিখে এগিয়ে আছে কলকাতা ও উত্তর ২৪ পরগনা জেলা । গত ২৪ ঘন্টায় কলকাতায় করোনা আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে সরকারি হিসাব অনুযায়ী ১৭ জনের। উত্তর ২৪ পরগনা জেলায় করোনায় মৃত্যু হয়েছে গত ২৪ ঘণ্টায় ১০ জনের।
ভারতে করোনা পরিস্থিতি এখন ভয়াবহ ! প্রতিদিনই লাফিয়ে লাফিয়ে বাড়ছে আক্রান্তের সংখ্যা ৷ বাড়ছে মৃত্যুও ৷ গত ২৪ ঘণ্টায় দেশে রেকর্ড সংখ্যক ৩ লক্ষ ৩২ হাজার ৭৩০ জন মানুষ করোনায় আক্রান্ত হয়েছেন বলে স্বাস্থ্য মন্ত্রক সূত্রে খবর ৷ মৃত্যু হয়েছে ২,২৬৩ জনের ৷ পাশাপাশি সুস্থ হয়ে হাসপাতাল থেকে ছাড়া পেয়েছেন ১,৯৩,২৭৯ জন ৷ এখনও পর্যন্ত দেশে ১৩,৫৪,৭৮,৪২০ জনকে করোনার ভ্যাকসিন দেওয়া হয়েছে ৷
এ নিয়ে দেশে মোট আক্রান্ত হলেন ১ কোটি ৬২ লক্ষ ৬৩ হাজার ৬৯৫ জন। অতিমারির শুরু থেকে এখনও পর্যন্ত মোট ১ লক্ষ ৮৬ হাজার ৯২০ জনের মৃত্যু হল দেশে। মোট আক্রান্তের নিরিখে বিশ্বে দ্বিতীয় এবং মোট মৃত্যুর নিরিখে বিশ্বে চতুর্থ স্থানে রয়েছে ভারত।
Check out below Health Tools-
Calculate Your Body Mass Index ( BMI )