(Source: Poll of Polls)
WB Corona Cases: রাজ্যে দৈনিক সংক্রমণ ফের ২০ হাজারের বেশি, মৃত্যু ১৩৫ জনের
রাজ্য স্বাস্থ্য দফতরের বুলেটিন অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় রাজ্যে করোনামুক্ত হয়ে উঠেছেন ১৯ হাজার ২৩১ জন।
কলকাতা: মঙ্গলবারের পর বুধবারও। রাজ্যে দৈনিক সংক্রমণ ফের ২০ হাজার পার। রাজ্যের স্বাস্থ্য দফতরের বুলেটিন জানাচ্ছে, গত ২৪ ঘণ্টায় রাজ্যে নতুন করে মারণ ভাইরাসের কবলে পড়েছেন ২০ হাজার ৩৭৭ জন। পাশাপাশি এই সময়পর্বে রাজ্যে মৃতের সংখ্যা ১৩৫। গত একদিনে নতুন করে ১ হাজার ১১ জন বেড়ে এই মুহূর্তে রাজ্যে অ্যাকটিভ করোনা রোগীর সংখ্যা গিয়ে দাঁড়িয়েছে ১ লক্ষ ২৮ হাজার ৬৮৪ জনে।
করোনার কালো মেঘ যখন বাংলার আকাশজুড়ে, তখন সেখানে স্বস্তির রেশও রয়েছে। আগের সব রেকর্ড ভেঙে দিয়েছে সুস্থতার হারও। রাজ্যের স্বাস্থ্য দফতরের বুলেটিন বলছে, গত ১ দিনে রাজ্যে করোনা মুক্ত হয়ে উঠেছেন ১৯ হাজার ২৩১ জন। সংক্রমণের সংখ্যার মতোই সুস্থতার পরিসংখ্যানের বিচারে যা সর্বোচ্চ। এই মুহূর্তে রাজ্যে সুস্থতার হার পৌঁছে গিয়েছে ৮৬.৫৭ শতাংশে।
কলকাতা, উত্তর ২৪ পরগণার পাশাপাশি দক্ষিণ ২৪ পরগণা, হাওড়া, হুগলি, নদিয়া, পশ্চিম বর্ধমান, জলপাইগুড়ি, দার্জিলিংয়ের মতো জেলার করোনা চিত্র কিন্তু যথেষ্ট কারণ হয়ে দাঁড়াচ্ছে। গত একদিনে রাজ্যে করোনা পরীক্ষা হয়েছিল ৬৯ হাজার ৮৭৪ টি। শতাংশের বিচারে ৯.৪৩ শতাংশের রিপোর্ট পজিটিভ। দৈনিক সংক্রমণে শীর্ষে উঃ ২৪ পরগনা, মৃত্যুতে কলকাতা। কলকাতায় একদিনে সংক্রমিত ৩৯৮৯, ৪৪জনের মৃত্যু। উঃ ২৪ পরগনায় একদিনে আক্রান্ত ৪০৯১, ২৭জনের মৃত্যু। জলপাইগুড়িতে একদিনে ১০জনের মৃত্যু, দার্জিলিঙে মৃত ৮।
মঙ্গলবার রাজ্যে নতুন করে করোনা সংক্রমিত হয়েছিলেন ২০ হাজার ১৩৬ জন। এই সময়পর্বে রাজ্যে ১৩২ জন করোনা আক্রান্তের মৃত্যু হয়েছিল।সোমবার করোনা সংক্রমিত হয়েছিলেন ১৯ হাজার ৪৪৫ জন। মৃত্যু হয়েছিল ১৩৪ জনের। গত রবিবার রাজ্যে নতুন করে করোনা সংক্রমিত হয়েছিলেন ১৯ হাজার ৪৪১ জন। প্রাণ হারিয়েছিলেন ১২৪ জন রাজ্যবাসীর। আর শনিবার রাজ্যে করোনা আক্রান্ত হয়েছিলেন ১৯ হাজার ৪৩৬ জন। একদিনে করোনায় ১২৭ জনের মৃত্যু হয়েছিল। শতাধিক মৃত্যুর যে রেশ অব্যাহত রইল।
Check out below Health Tools-
Calculate Your Body Mass Index ( BMI )