WB Election 2021: তফশিলি পরিবারে মধ্যাহ্নভোজ বিজেপির, পাল্টা চপ-মুড়ি খেলেন তৃণমূল কর্মীরা
গত ৩১ জানুয়ারি, হাওড়ার উলুবেড়িয়ার খলিসানিতে, এই তফসিলি পরিবারে মধ্যাহ্নভোজ করার কথা ছিল অমিত শাহর। কিন্তু, তাঁর সফর বাতিল হয়ে যাওয়ায়, পরদিন, বিজেপির হাওড়া গ্রামীণের সভাপতির নেতৃত্বে এই বাড়িতেই মধ্যাহ্নভোজে সারেন বিজেপি কর্মীরা।
সুনীত হালদার, হাওড়া: হাওড়ার উলুবেড়িয়া মধ্যাহ্নভোজ-রাজনীতি ৷ তফশিলি পরিবারে মধ্যাহ্নভোজের কথা ছিল অমিত শাহের ৷ কর্মসূচি বাতিল হওয়ায় মধ্যাহ্নভোজে যান বিজেপি কর্মীরা ৷ এরপর ওই বাড়িতে যান তৃণমূল বিধায়ক ৷ বাড়িতে বসে চপ-মুড়ি খান তৃণমূল কর্মীরা ৷ ভয় পেয়ে নাটক করছে তৃণমূল, কটাক্ষ বিজেপির ৷ জনসংযোগ কর্মসূচির অঙ্গ, পাল্টা দাবি তৃণমূলের ৷
গত ৩১ জানুয়ারি, হাওড়ার উলুবেড়িয়ার খলিসানিতে, এই তফসিলি পরিবারে মধ্যাহ্নভোজ করার কথা ছিল অমিত শাহর। কিন্তু, তাঁর সফর বাতিল হয়ে যাওয়ায়, পরদিন, বিজেপির হাওড়া গ্রামীণের সভাপতির নেতৃত্বে এই বাড়িতেই মধ্যাহ্নভোজে সারেন বিজেপি কর্মীরা।
মঙ্গলবার তফসিলি সম্প্রদায়ভুক্ত কেষ্ট দলুইয়ের বাড়িতে গেলেন উলুবেড়িয়া পূর্বের তৃণমূল বিধায়ক। সেখানে বসে চপ-মুড়ি খান তৃণমূল কর্মীরা।
আর এনিয়েই শুরু হয়েছে রাজনৈতিক তরজা। তফসিলি পরিবারের দাবি, তৃণমূলের কর্মসূচি সম্পর্কে আগে থেকে কিছুই জানতেন না তাঁরা। আপ্যায়ণকারী পরিবারের সদস্য নমিতা দলুই বলেন, আমরা কিছু বুঝিনি। দেড় দুশো লোক ঘরে ঢুকে পড়ে। নিজেরাই মুড়ি নিয়ে এসে, মাদুর পেতে বসে খেল।
বিজেপির কটাক্ষ, ভয় পেয়ে নাটক করছে তৃণমূল। পাল্টা তৃণমূল বিধায়কের দাবি, জনসংযোগের জন্যই এই পরিবারে যান তাঁরা।
বাঁকুড়ার আদিবাসী সম্প্রদায়ভুক্ত বিভীষণ হাঁসদা থেকে, উত্তরবঙ্গের মাহালি দম্পতি-- বিজেপির কেন্দ্রীয় নেতারা যে বাড়িতে মধ্যাহ্নভোজ সেরেছেন, আগেও, সেই পরিবারের পাশে দেখা গিয়েছে তৃণমূল নেতৃত্বকে। তৃণমূলের তরফে সেই সব বাড়িতে দিয়ে আসা হয়েছে চাল-ডাল, খাদ্যসামগ্রী।
এবার হাওড়াতেও তার পুনরাবৃত্তি।