WB Election 2021: লোকসভা নিয়ে ভুলস্বীকার, কর্মী-সমর্থকদের জোট-ব্যাখা সূর্যকান্তের
বর্ধমানের দেওয়ানদিঘিতে কমরেড প্রদীপ তা ও কমল গায়েনের স্মরন সভায় এসে আক্ষেপের সুর শোনা গেল তাঁর গলায়। বাম কর্মী-সমর্থকদের উদ্দেশে তিনি বলেন লোকসভা ভোটে আমরা সাড়ে সাত শতাংশ ভোট পেয়েছি একটা সিটও বামেরা পায়নি। দ্বিমুখী প্রতিদ্বন্দ্বিতা হয়েছিল। কংগ্রেসের সাড়ে পাঁচ শতাংশ এবং আমাদের সাড়ে সাত শতাংশ বাদ দিয়ে বাকি ভোট টিএমসি, বিজেপির মধ্যে ভাগ হয়ে গিয়েছিল।
কমলকৃষ্ণ দে, বর্ধমান: লোকসভা ভোটে বামেদের শোচনীয় ভাবে পরাজয়ের জন্য নৈতিক দায় স্বীকার করে নিয়ে অন্য দলে চলে যাওয়া বাম ভোট ২০২১ এ নিজেদের দিকে ফিরিয়ে আনতে আত্মসমালোচনার সুর শোনা গেল সিপিএমের রাজ্য সম্পাদক সূর্যকান্ত মিশ্রর গলায়।
বর্ধমানের দেওয়ানদিঘিতে কমরেড প্রদীপ তা ও কমল গায়েনের স্মরন সভায় এসে আক্ষেপের সুর শোনা গেল তাঁর গলায়। বাম কর্মী-সমর্থকদের উদ্দেশে তিনি বলেন লোকসভা ভোটে আমরা সাড়ে সাত শতাংশ ভোট পেয়েছি একটা সিটও বামেরা পায়নি। দ্বিমুখী প্রতিদ্বন্দ্বিতা হয়েছিল। কংগ্রেসের সাড়ে পাঁচ শতাংশ এবং আমাদের সাড়ে সাত শতাংশ বাদ দিয়ে বাকি ভোট টিএমসি, বিজেপির মধ্যে ভাগ হয়ে গিয়েছিল।
২০১৯ সালে ভোট ভাগ হয়ে যাওয়ার দায় নিজেদের বলে দাবি করে তিনি বলেন, ২০১৯ লোকসভা নির্বাচনে বলেছিল আগে রাম, পরে বাম। আবার এখন বলছে এর পরের বার বাম। আবার কেউ কেউ বলছে রামকে পার করে দিতে হবে। বামপন্থীরা এর বিরুদ্ধে লড়াই করছে। কত বেশি মানুষকে এক করা যায়।
তারপরই তিনি বাম কর্মী-সমর্থকদের মনোবল বাড়াত আগামী বিধানসভা নির্বাচনে জোটের প্রসঙ্গ টেনে এনে বলেন, এখন ২০২১ সাল। রাজ্যে অনেক পরিবর্তন হয়েছে। এখন তৃতীয় পক্ষ মাথা তুলে দাড়িয়েছে। এবারের লড়াই দ্বিমুখী নয় ত্রিমুখী হবে।
এমনকি সিপিএমের জনভিত্তি যে তলানিতে এসে ঠেকেছে তা অনুধাবন করে, ভোটব্যাঙ্ক ফিরিয়ে আনতে টিএমসি ও বিজেপিকে আক্রমণ করে বলেন, এখন আর বলতে পারবেন না মাইক্রোস্কোপে দেখতে হচ্ছে। বিরোধী শক্তি একজোট হওয়ায় তাদের কপালে চিন্তার ভাঁজ।
পাশাপাশি কংগ্রসের সঙ্গে কেন জোট করে লড়াই করতে হচ্ছে? আইএসএফ কে কেন জোট সঙ্গী করার চেস্টা চলছে? একা কেন লড়াই করা যাচ্ছে না? বামকর্মী সমর্থকদের মনে জাগা প্রশ্ন নিয়ে তিনি বলেন, আমরা বিগত দিনে কংগ্রেসের বিরুদ্ধে লড়েছি। কিন্তু বর্তমানে কংগ্রেস রাজ্য ও দেশে ক্ষমতায় নেই। তাই ধর্মনিরপেক্ষ শক্তি একজোট হয়ে লড়তে হবে। ক্ষমতায় এলে কংগ্রেসের সাথে আবার লড়াই হবে।
এছাড়াও আইএসএফ এর সাথে মিমের যে বোঝাপড়া নেই সেটা বোঝাতে তিনি বলেন, আইএসএফ একটি সামাজিক শক্তি। এখানে তফশিলী, আদিবাসী, সংখালঘু, মতুয়া সহ বেশ কয়েকটি সংগঠনদের একাংশ নিয়ে এটা একটা মঞ্চ। এদের সবাইকে নিয়ে ঐক্যবদ্ধ হয়ে লড়াই করতে হবে।
আগামী দিনে বামেদের ভোট আদৌ নিজেদের দিকে বামেরা ফেরত আনতে সক্ষম হয় কি না সেটা দেখার জন্য আগামী বিধানসভা ভোটের ফলাফলের দিন পর্যন্ত অপেক্ষা করতে হবে। তবে রাজনৈতিক মহলের ধারনা বাম ভোট এবারের বিধানসভা নির্বাচনে ক্ষমতা কোন দিকে থাকবে তার একটা নির্ধারক ভূমিকা নেবে।