(Source: Poll of Polls)
WB Election 2021 Voting LIVE: বিকেল ৫ টা পর্যন্ত ভোটের হার ৭৬.০৭ শতাংশ
West Bengal Election 2021, Eighth Phase Voting Percentage LIVE Updates: 'হামলার নেপথ্যে পিসি-ভাইপোর গুণ্ডারা', বলেছেন বিজেপি প্রার্থী অনির্বাণ
LIVE
Background
আজ অষ্টম অর্থাৎ শেষ দফায় চারটে জেলার ৩৫টা আসনে ভোট। এর মধ্যে রয়েছে কলকাতার ৭টা, মালদার ৬টা, মুর্শিদাবাদের ১১টা এবং বীরভূমের ১১টা আসন। ২৮৩ জন প্রার্থীর ভাগ্য নির্ধারণ করবেন প্রায় ৮৫ লক্ষ ভোটার।
মালদার ৬টা আসন হল, মানিকচক, মালদা, ইংরেজবাজার, মোথাবাড়ি, সুজাপুর ও বৈষ্ণবনগর।
মুর্শিদাবাদের ১১টা আসন হল, খড়গ্রাম, বড়ঞা, কান্দি, ভরতপুর, রেজিনগর, বেলডাঙা, বহরমপুর, হরিহরপাড়া, নওদা, ডোমকল ও জলঙ্গি।
বীরভূমের ১১টা আসন হল, সিউড়ি, সাঁইথিয়া, দুবরাজপুর, বোলপুর, নানুর, লাভপুর, রামপুরহাট, ময়ূরেশ্বর, মুরারই, নলহাটি ও হাসন।
কলকাতার যে ৭টা আসনে ভোট হচ্ছে, সেগুলো হল, চৌরঙ্গি, এন্টালি, বেলেঘাটা, জোড়াসাঁকো, মানিকতলা, কাশীপুর, বেলগাছিয়া ও শ্যামপুকুর।
কমিশন সূত্রে খবক, শেষ দফার ভোটপর্ব তত্ত্বাবধানের দায়িত্বে থাকছেন ২৪ জন জেনারেল পর্যবেক্ষক, ৯ জন ব্যয় সংক্রান্ত বিষয়ক পর্যবেক্ষক এবং ৯জন পুলিশ পর্যবেক্ষক।
অন্যান্য পর্বের মতো এবারও থাকছে কেন্দ্রীয় বাহিনী ও পুলিশের কড়া নিরাপত্তা। শেষ দফার ভোটের জন্য মোট ৬০ হাজার ২৪০ কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা হচ্ছে। তার মধ্যে বুথে থাকবে ৫১ হাজার ২৮০ কেন্দ্রীয় বাহিনীর জওয়ান।
চার জেলার মধ্যে বীরভূমের জন্য কেন্দ্রীয় বাহিনী বরাদ্দ হয়েছে সবচেয়ে বেশি, ১৭ হাজার ৯২০ জন। তারপরেই রয়েছে মুর্শিদাবাদ। এই জেলায় ভোট নিরাপত্তার দায়িত্বে থাকছেন ১৬ হাজার ৯৬০ জন জওয়ান।
মালদায় মোতায়েন থাকবেন ৮ হাজার ৮০০ কেন্দ্রীয় বাহিনীর জওয়ান। আর কলকাতার ৭টি বিধানসভা কেন্দ্রে ভোট নিরাপত্তার দায়িত্বে ৭ হাজার ৬০০ জওয়ান।
WB Election 2021 Voting LIVE: বিকেল ৫ টা পর্যন্ত ভোটের হার ৭৬.০৭ শতাংশ
বিকেল ৫ টা পর্যন্ত ভোটের হার ৭৬.০৭ শতাংশ।
মালদায় ৮০.০৬, মুর্শিদাবাদে ৭৮.০৭, কলকাতা উত্তর ৫৭.৫৩, বীরভূম ৮১.৮৭ শতাংশ ভোট পড়েছে।
WB Election 2021 LIVE: ইলামবাজারে জয়দেবের ছোট চক গ্রামে ব্যাপক বোমাবাজি
ইলামবাজারে ফের উত্তেজনা। জয়দেবের ছোট চক গ্রামে ব্যাপক বোমাবাজি। বিজেপি কর্মীদের মারধরের অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে। প্রতিক্রিয়া মেলেনি শাসকদলের।
WB Election 2021 Voting LIVE: ডোমকলে ২৩টা তাজা বোমা উদ্ধার, ঘটনাস্থলে বম্ব স্কোয়াড
ভোটের দিন ডোমকলের লস্করপুর রমনাপাড়ায় বুথের কাছে ২৩টা তাজা বোমা উদ্ধার। খেতের মধ্যে বোমা পড়ে থাকতে দেখেন গ্রামবাসীরা। পরে পুলিশ এসে বোমা উদ্ধার করে। ভোটের জন্য ওই এলাকায় বোমা মজুত করা হয়েছিল কিনা, খতিয়ে দেখছে পুলিশ। ঘটনাস্থলে পৌঁছেছে বম্ব স্কোয়াড।
WB Election 2021 LIVE: অকারণে 'লাঠিচার্জ' বাহিনীর, ট্যাংরায় উত্তেজনা
ট্যাংরায় গোবিন্দ ফটিক রোডে উত্তেজনা। জমায়েত সরাল কেন্দ্রীয় বাহিনী। অকারণে লাঠিচার্জের অভিযোগ।
WB Election 2021 Voting LIVE: বুথের বাইরে বসে বিজেপি এজেন্ট, সামাজিক দূরত্ব বিধি মানতেই করা হয়েছে, দাবি প্রিসাইডিং অফিসারের
জোড়াসাঁকোর ২৩২ নম্বর বুথে উত্তেজনা। বিজেপি এজেন্টকে বুথের বাইরে বসিয়ে রাখার অভিযোগ। প্রিসাইডিং অফিসারের সঙ্গে বচসায় জড়ালেন বিজেপি প্রার্থী মীনাদেবী পুরোহিত। সামাজিক দূরত্ব বিধি মানার জন্যই ওই এজেন্টকে বাইরে বসিয়ে রাখা হয়। জানিয়েছেন প্রিসাইডিং অফিসার।