Suvendu Rally LIVE: ‘বুয়া-ভাতিজাকে হারাতে মাঠে নেমেছি, পিসি-ভাইপোর সরকার আর ফিরবে না’,খড়দার জনসভায় শুভেন্দু
Suvendu Adhikari Rally LIVE Updates: মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় প্রতিশ্রুতি দিয়েছেন, নতুন তাপবিদ্যুৎ কেন্দ্র হলে আগামী ১০০ বছর রাজ্যের বিদ্যুৎ সমস্যা থাকবে না। কিন্তু তা মানতে রাজি নন দিলীপ।
LIVE
Background
কলকাতা: মমতা বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গকে নিজের জমিদারি বলে মনে করছেন। কাকে কী দেবেন, নিজে ঠিক করছেন, জমি-বাড়ি জায়গা ইচ্ছেমত দিয়ে দিচ্ছেন, আবার ফেরত নিয়েও নিচ্ছেন। হরিশ চ্যাটার্জি স্ট্রিট পুরো দখল হয়ে ব্যানার্জি স্ট্রিট হয়ে গেছে। বিশ্বভারতীর কাছ থেকে রাস্তা ফেরত নিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ঘোষণা প্রসঙ্গে কটাক্ষ করলেন বিজেপি রাজ্য সভাপতি দিলীপ ঘোষ।
বিশ্বভারতীর জমি ইস্যুতে মুখ্যমন্ত্রী পাশে দাঁড়ানোয় তাঁকে চিঠি লিখে ধন্যবাদ জানিয়েছেন অর্থনীতিবিদ অমর্ত্য সেন। এ প্রসঙ্গে জানতে চাওয়া হলে দিলীপ বলেন, জানি না কে তাঁর পাশে দাঁড়িয়েছেন। এখন রাজনৈতিক বাধ্যবাধকতা আছে, তাই একে অন্যের পাশে দাঁড়িয়ে বাঁচার চেষ্টা করছে। যারা পশ্চিমবঙ্গের জন্য কিছু করেনি, তারা যখন ধীরে ধীরে ব্রাত্য হয়ে যাচ্ছে, তখন অন্য রকম ইস্যু তৈরি করে মানুষের কাছে আসার চেষ্টা করা হচ্ছে।
বিভিন্ন বিজেপি শাসিত রাজ্য ধর্মান্তর বিরোধী আইন এনে মুসলিম যুবকদের হেনস্থা করছে বলে অভিযোগ উঠেছে। অমর্ত্য সেন দাবি করেছেন, ধর্মান্তর বিরোধী আইন অসাংবিধানিক। তার জবাব দিয়ে দিলীপ বলেন, অমর্ত্য সেন তিন তিনবার তিন ধর্মে বিয়ে করেছেন। তাঁর কোনও নৈতিক অধিকার নেই এ ব্যাপারে কথা বলার। তিনি দেশ ছেড়ে পালিয়েছেন। দুর্ভিক্ষে নেই, আমফানে নেই, তাঁর কাছ থেকে এ ধরনের নৈতিক কথা কেউ শুনতে চায় না।
মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় প্রতিশ্রুতি দিয়েছেন, নতুন তাপবিদ্যুৎ কেন্দ্র হলে আগামী ১০০ বছর রাজ্যের বিদ্যুৎ সমস্যা থাকবে না। কিন্তু তা মানতে রাজি নন দিলীপ। তাঁর কথায়, মুখ্যমন্ত্রী মিথ্যে প্রতিশ্রুতি দিচ্ছেন। বিধানসভা ভোটের আর মাত্র চার মাস বাকি আছে। তিনি আগে নিজের সরকারের কথা ভাবুন, তারপর না হয় অন্য বিষয়ে কথা বলবেন।
কেন্দ্রে ডেপুটেশনে চাওয়া আইপিএসদের মধ্যে দুজনের বদলি বিষয়ে দিলীপ বলেন, এটা কেন্দ্র এবং রাজ্যের প্রশাসনিক বিষয়। তবে কেন্দ্র যখন চাইছে তখন আইপিএসদের কেন্দ্রের পোস্টিং দিতেই হবে, আজ হোক কাল হোক যেতেই হবে।