(Source: ECI/ABP News/ABP Majha)
WB Election 2021 LIVE Updates: নিমতিতা স্টেশনে যাওয়ার সময় বোমাবাজি, আহত মন্ত্রী জাকির হোসেন
West Bengal Assembly Election 2021 LIVE Updates: ১৯ ফেব্রুয়ারি পার্শ্বশিক্ষকদের নিয়ে হেস্টিংস থেকে ধর্মতলা প্রতিবাদ মিছিল
LIVE
Background
আজ মেদিনীপুরে রোড-শো করবেন বিজেপি নেতা শুভেন্দু অধিকারী। কলকাতায় চা-চক্রে যোগ দেবেন দলের রাজ্য সভাপতি দিলীপ ঘোষ।
এবার ভোটে ত্রিমুখী লড়াই হবে। আসন সমঝোতা চূড়ান্ত করার পর আলিমুদ্দিনে পাশাপাশি বসে মঙ্গলবার এই বার্তা দিল বাম-কংগ্রেস।
তবে জোটে আগ্রহী ইন্ডিয়ান সেক্যুলার ফ্রন্টকে ক’টি আসন ছাড়া হবে, তা নিয়ে এখনও চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি বলেই সূত্রের খবর।
২ দুর্বলের একে অপরকে ধরে ধরে বাঁচার চেষ্টা, কটাক্ষ সৌগতর। কট্টরপন্থীদের হাত ধরে বিধানসভা ভোটে লড়ার চেষ্টা, অভিযোগ বিজেপির।
নিমতিতা স্টেশনে যাওয়ার সময় বোমাবাজিতে আহত মন্ত্রী জাকির হোসেন
নিমতিতা স্টেশনে যাওয়ার সময় বোমাবাজিতে আহত মন্ত্রী। বোমাবাজিতে আহত মন্ত্রী জাকির হোসেন। ২ নম্বর প্ল্যাটফর্মে জাকির হোসেনকে লক্ষ্য করে বোমা। গুরুতর আহত অবস্থায় জঙ্গিপুর হাসপাতালে ভর্তি মন্ত্রী। আহত জাকির হোসেনের সঙ্গী সহ কয়েকজন।
শুভেন্দু অধিকারী ও বিজেপির মিছিলে ইটবৃষ্টির অভিযোগ
শুভেন্দু অধিকারী ও বিজেপির মিছিলে ইটবৃষ্টির অভিযোগ। কাঁকুড়গাছিতে সভা ছিল শুভেন্দু অধিকারীর। সেখানেই হামলার অভিযোগ তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে। ৩৪ ও ৩৫ নম্বর ওয়ার্ডে বিজেপির দলীয় কার্যালয়ে হামলার অভিযোগ। বিজেপি অফিসে বোমাবাজির অভিযোগ। সভা শেষে হেমচন্দ্র নস্কর রোডে ডিসির অফিসে আসছিলেন শুভেন্দু। সেই সময় হামলার অভিযোগ। পাল্টা পরেশ পালের নেতৃত্বে ডিসির অফিসের সামনে বিক্ষোভ তৃণমূলের। ‘কাল একটি অনুষ্ঠানের আয়োজন করছিল তৃণমূল। সেখানে হামলা চালায় বিজেপি,’ দাবি শাসক দলের। এমনকী, বিজেপির হামলায় আহত হয়েছেন কয়েকজন তৃণমূল কর্মী, এমনও দাবি শাসক দলের।
বিজেপিতে টালিগঞ্জের একঝাঁক অভিনেতা-অভিনেত্রী
বিজেপিতে যোগ দিলেন টালিগঞ্জের একঝাঁক অভিনেতা ও অভিনেত্রী। যোগ দিলেন অভিনেতা যশ দাশগুপ্ত, অভিনেত্রী পাপিয়া অধিকারী, সৌমিলি ঘোষ বিশ্বাস ও ত্রমিলা ভট্টাচার্য। পরে বিজেপিতে যোগ দেবেন অভিনেতা হিরণ চট্টোপাধ্যায়ও। বিজেপি সূত্রে খবর।
বিজেপিতে অভিনেতা যশ দাশগুপ্ত
বিজেপিতে যোগ দিলেন অভিনেতা যশ দাশগুপ্ত। এছাড়া যোগ দিলেন রাজ মুখোপাধ্যায়, অশোক ভদ্র, মীনাক্ষী ঘোষ, মল্লিকা বন্দ্যোপাধ্যায়, পাপিয়া অধিকারী, সৌমিলি ঘোষ বিশ্বাস, ত্রমিলা ভট্টাচার্য।
বহিষ্কৃত তৃণমূলের মুর্শিদাবাদ জেলা সভাধিপতি
মুখ্যমন্ত্রীর সভায় গরহাজির। একের পর এক দল বিরোধী মন্তব্যের অভিযোগ। মুর্শিদাবাদের জেলা সভাধিপতি মোশারফ হোসেনকে বহিষ্কার। মোশারফকে দল থেকে বহিষ্কার করল তৃণমূল। দল-বিরোধী কাজের অভিযোগে বহিষ্কার।