WB Election 2021: উপ নির্বাচন কমিশনার সুদীপ জৈনের বঙ্গ সফর বাতিল
সুদীপ জৈন বৃহস্পতিবার ভিডিও কনফারেন্সের মাধ্যমে মুখ্য নির্বাচনী আধিকারিকের দফতর এবং সমস্ত জেলার ডিএম, এসপির সঙ্গে বৈঠক করবেন। যে বৈঠক শহরে এসে করার কথা ছিল, তা এখন হবে দিল্লিতে বসে ভিডিও কনফারেন্সের মাধ্যমে।
রুমা পাল, কলকাতা: উপ নির্বাচন কমিশনার সুদীপ জৈনের দু’দিনের বঙ্গ সফর বাতিল হল। কী কারণে এই সফর বাতিল তা কমিশন কিছু জানায়নি । তবে দিল্লিতে এদিন নির্বাচন কমিশনের ফুল বেঞ্চ পশ্চিমবঙ্গ-সহ চার রাজ্যের বিধানসভা ভোটের দিনক্ষণ নিয়ে বৈঠক করে। এই নিয়ে কমিশন মুখে কুলুপ আটলেও জল্পনা তুঙ্গে ৷ তাহলে কি ফেব্রুয়ারিতেই ভোটের দিনক্ষণ ঘোষণা? সুদীপ জৈন বৃহস্পতিবার ভিডিও কনফারেন্সের মাধ্যমে মুখ্য নির্বাচনী আধিকারিকের দফতর এবং সমস্ত জেলার ডিএম, এসপির সঙ্গে বৈঠক করবেন। যে বৈঠক শহরে এসে করার কথা ছিল তা এখন হবে দিল্লিতে বসে ভিডিও কনফারেন্সের মাধ্যমে।
বুধবার কেন্দ্রীয় বাহিনীকে নিয়ে নির্বাচন কমিশন একটি নির্দেশ পাঠায় মুখ্য নির্বাচনী আধিকারিকের দফতরে। কী সেই নির্দেশ। কেন্দ্রীয় বাহিনীর কোনও জওয়ান যদি অসুস্থ হয়ে পড়ে অথবা আহত বা গুরুতর আহত হয়, তবে অবিলম্বে চিকিৎসার ব্যবস্থা করতে হবে ৷ এবং তা হবে ক্যাশলেসে । নির্দেশে বলা আছে, খুব দ্রুত মুখ্য নির্বাচন আধিকারিকের দফতরকে বিভিন্ন জেলার জেলা নির্বাচনী আধিকারিকের কাছে নির্দেশ পাঠিয়ে দিতে হবে যে সরকারি, বেসরকারি বা নার্সিংহোমের সঙ্গে টাই আপ করে রাখতে ৷ যাতে কোনও কেন্দ্রীয় বাহিনীর জওয়ান অসুস্থ বা আহত হলে তাকে দ্রুত ভর্তি করা যেতে পারে। এর জন্য কোনও জওয়ানকে একটা টাকাও খরচ করতে হবে না ৷ সমস্ত খরচ বহন করবে নির্বাচন কমিশন। এর আগে এরকম নিয়ম থাকলেও নির্দেশ আকারে এরকমটা আসেনি। নির্বাচন কমিশন যে পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচনকে গুরুত্ব দিচ্ছে তা বোঝা যাচ্ছে এবং এই নির্বাচন যে হিংসামুক্ত থাকবে না তা মেনে নিয়েই এগোচ্ছে। এবার দেখার বিহার মডেল অনুসরণ করে নির্বাচন কমিশন কতটা সুষ্ঠু ও অবাধ নির্বাচন করতে সফল হয় এই বঙ্গে।