WB Election 2021: ভবানীপুরে বাবুল সুপ্রিয়কে ঘিরে 'বিক্ষোভ' তৃণমূলের
বাবুল তাঁদের সঙ্গে কথা বলে শান্ত করার চেষ্টা করেন...
সমিত সেনগুপ্ত, কলকাতা: ভবানীপুরে হরিশ মুখার্জি রোডে টালিগঞ্জের বিজেপি প্রার্থী বাবুল সুপ্রিয়কে ঘিরে বিক্ষোভ দেখানোর অভিযোগ উঠল তৃণমূল কর্মীদের বিরুদ্ধে। গতকাল রাতে ওই ঘটনা ঘটে।
সূত্রের খবর, হরিশ মুখার্জি রোডের একটি ধাবায় গিয়েছিলেন বাবুল। অভিযোগ, সেই সময় তাঁকে ঘিরে ধরে বিজেপি বিরোধী স্লোগান দিতে থাকেন কয়েকজন তৃণমূল কর্মী-সমর্থক।
বাবুল তাঁদের সঙ্গে কথা বলে শান্ত করার চেষ্টা করলেও পরিস্থিতি উত্তপ্ত হতে থাকে। এরপর বাবুলের নিরাপত্তারক্ষীরা তাঁকে ওই জায়গা থেকে বের করে নিয়ে যান।
এর আগে, গতকাল, শুভেন্দু অধিকারীর কর্মসূচির আগে সোনাচূড়ায় উত্তেজনা ছড়ায়। জনসংযোগ কর্মসূচি চলাকালীন বিজেপি প্রার্থীকে গো ব্যাক স্লোগান দেন তৃণমূল কর্মীরা। বিক্ষোভের মাঝেই এলাকা ছাড়ে শুভেন্দু অধিকারীর কনভয়।
এরপরই তৃণমূল ও বিজেপি কর্মীদের মধ্যে সংঘর্ষ বেধে যায়। বিজেপির সভা মঞ্চ ভাঙচুর হল কালীচরণপুরে। রক্তারক্ত অবস্থায় হাসপাতালে ভর্তি দু’পক্ষের বেশ কয়েকজন।
২ তৃণমূল কর্মীর মাথা ফাটিয়ে দেওয়া হয় বলে অভিযোগ। বিজেপির পাল্টা দাবি, সংঘর্ষে আহত হন তাদের একাধিক কর্মী। প্রতিবাদে সোনাচূড়া বাজারে পথ অবরোধ শুরু করেন তৃণমূল কর্মীরা। ঘটনাস্থলে কেন্দ্রীয় বাহিনী।
নিজের খাসতালুকে একাধিকবার বিক্ষোভের মুখে পড়লেও সেসব আমল না দিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়কে পাল্টা চ্যালেঞ্জ ছুড়েছেন শুভেন্দু অধিকারী।