Fuel Price Hike: জ্বালানির মূল্যবৃদ্ধির প্রতিবাদে জেলায় জেলায় পথে নেমে তৃণমূলের প্রতিবাদ কর্মসূচি
জ্বালানির এহেন দৈন্দদিন মূল্যবৃদ্ধির জন্য কেন্দ্রীয় সরকারকে কাঠগড়ায় তুলে জেলায় জেলায় পথে নেমে প্রতিবাদ কর্মসূচি পালন করল তৃণমূল কংগ্রেস। বিক্ষোভ, অবরোধের পাশাপাশি খালি গায়ে প্ল্যাকার্ড ঝুলিয়েও চলে প্রতিবাদ।
কলকাতা: রোজই নিজের রেকর্ড নিজেই ভাঙছে পেট্রোল-ডিজেলের দাম। আজ শনিবার টানা ১২ দিন ধরে রেকর্ড ভাঙল জ্বালানির দাম। ফের দাম বাড়ল পেট্রোল ও ডিজেলের। আর জ্বালানির এহেন দৈন্দদিন মূল্যবৃদ্ধির জন্য কেন্দ্রীয় সরকারকে কাঠগড়ায় তুলে জেলায় জেলায় পথে নেমে প্রতিবাদ কর্মসূচি পালন করল তৃণমূল কংগ্রেস। বিক্ষোভ, অবরোধের পাশাপাশি খালি গায়ে প্ল্যাকার্ড ঝুলিয়েও চলে প্রতিবাদ।
গতকালের থেকে কলকাতায় পেট্রোলের দাম শনিবার বেড়েছে লিটারপ্রতি ৩৭ পয়সা এবং ডিজেলের দামও লিটারপ্রতি ৩৭ পয়সা বেড়েছে। দাম বাড়ার ফলে শনিবার কলকাতায় পেট্রোলের দাম হল লিটারপ্রতি ৯১ টাকা ৭৮ পয়সা। ডিজেলের দাম হল লিটারপ্রতি ৮৪ টাকা ৫৬ পয়সা।
চলতি বছরের শুরু থেকে গত দেড়মাসে পেট্রোলের দাম বেড়েছে লিটারে ৬ টাকা ৫৯ পয়সা। ডিজেলের দাম বেড়েছে লিটারে ৭ টাকা ১২ পয়সা। গত ৬ মাসে পেট্রোলের দাম বেড়েছে লিটারে ৮ টাকা ৩৪ পয়সা। লিটারে ডিজেলের দাম বেড়েছে ৮ টাকা ৮৭ পয়সা। লাগাতার এইভাবে পেট্রোপণ্যের দাম বেড়ে চলায় নিত্যপ্রয়োজনীয় সামগ্রীর দাম বাড়ার আশঙ্কা তৈরি হয়েছে।
পেট্রোপণ্যের মূল্যবৃদ্ধির প্রতিবাদে তাই জেলায় জেলায় তৃণমূলের কর্মসূচি। হাওড়ার লিলুয়া, বালি, বেলুড়ে প্রতিবাদ মিছিল ও অবস্থান বিক্ষোভ করেন তৃণমূলের কর্মী-সমর্থকরা। এদিন লিলুয়ায় প্রতিবাদ মিছিল করেন তৃণমূল কর্মীরা। বালি ও বেলুড়ে বাজার লাগোয়া রাস্তায় প্রতিবাদ সভার আয়োজন করা হয়।
বীরভূমের দুবরাজপুরের হেতমপুরে পেট্রোল পাম্পের সামনে অবস্থান বিক্ষোভে সামিল হল তৃণমূল কর্মীরা। এরপর পানাগড়-মোরগ্রাম হাইওয়ে অবরোধ করেন তাঁরা।
ক্যানিং পূর্বের বিধায়ক সওকত মোল্লার নেতৃত্বে জীবনতলা বাজার থেকে সদানন্দের মোড় পর্যন্ত প্রায় ৫ কিলোমিটার রাস্তা ধরে মিছিল করেন তৃণমূল কর্মীরা। খালি গায়ে গলায় প্ল্যাকার্ড ঝুলিয়ে প্রতিবাদ।
শ্রীরামপুরের নওগাঁর মোড়ে পেট্রোল পাম্পের সামনে অভিনব অবস্থান-বিক্ষোভে সামিল হলেন তৃণমূল কর্মীরা। মোদি সরকারের বিরুদ্ধে উঠল স্লোগান।