Laxmi Bhandar: লক্ষ্মীর ভাণ্ডারের ফর্ম বিলি ঘিরে অশান্তি, জখম একাধিক মহিলা
মুরারইয়ের অক্ষয় কুমার স্কুলে লাইন দিয়ে ঢুকতে হুড়োহুড়িতে পড়ে গিয়ে জখম হন পাঁচ থেকে ছ'জন।
গোপাল চট্টোপাধ্যায়, সুকান্ত দাস: সোমবার থেকেই রাজ্যে শুরু হয়েছে লক্ষ্মীর ভাণ্ডারের ফর্ম বিলির প্রক্রিয়া। এই ঘটনা নিয়ে রাজ্যের বিভিন্ন প্রান্তে করোনা বিধি ভঙ্গ, অশান্তির পরিস্থিতি সৃষ্টি হয়েছে। এদিন কুলতলির জামতলায় লক্ষ্মীর ভাণ্ডারের ফর্ম তোলা নিয়ে হুড়োহুড়ি পড়ে যায়। তৈরি হয় চরম বিশৃঙ্খলা। প্রায় একে অন্যের ঘাড়ে উঠে পড়েন আবেদনকারীরা। উধাও হয় করোনা বিধি।
শুধু তাই নয়, লক্ষ্মীর ভাণ্ডারের ফর্মের লাইনে মহিলাদের ভিড় ঘিরে উত্তপ্ত পরিস্থিতি তৈরি হয়। মুরারইয়ের অক্ষয় কুমার স্কুলে লাইন দিয়ে ঢুকতে হুড়োহুড়িতে পড়ে গিয়ে জখম হন পাঁচ থেকে ছ'জন। জানা গিয়েছে তাঁদের মুরারই ব্লক হাসপাতালে ভর্তি করা হয়েছে। এই ঘটনায়.দেখা মেলেনি প্রশাসনের।
আজ থেকে দুয়ারে সরকার প্রকল্পে মিলবে লক্ষ্মীর ভাণ্ডারের ফর্ম। নাম নথিভুক্ত করতে ক্যানিংয়ের দিঘিরপাড় গ্রাম পঞ্চায়েতের রায়বাঘিনী হাইস্কুলে কয়েকহাজার মানুষের ভিড় হয়। লম্বা লাইনে মানা হচ্ছে না দূরত্ব বিধি, এমনই অভিযোগ উঠছে। উপস্থিত মহিলাদের মধ্যে বেশিরভাগেরই মাস্ক ছিল না বলেই দাবি। প্রশাসনের তরফে মাস্ক বিলি করা হবে বলে আশ্বাস দিয়েছেন ক্যানিং পশ্চিমে বিধায়ক পরেশরাম দাস।
অন্যদিকে, লক্ষ্মীর ভাণ্ডারের ফর্ম বিলিকে কেন্দ্র করে পূর্ব বর্ধমানের পূর্বস্থলীর শ্রীরামপুরে চূড়ান্ত বিশৃঙ্খলা। স্থানীয় স্কুলের ক্যাম্পে রাত থেকেই লম্বা লাইন। কয়েকহাজার মহিলা ভিড় করেছেন লাইনে। সামলাতে হিমশিম খাচ্ছে পুলিশ। অবস্থা সামাল দিতে মাইকে চলে প্রচার। ভিড়ের কারণে উধাও দূরত্ব বিধি, অনেকেরই নেই মাস্ক। খবর পেয়ে ক্যাম্পে যান মন্ত্রী স্বপন দেবনাথ। পুলিশকে মাস্ক বিলির পরামর্শ দেওয়ার পাশাপাশি লাইনে দাঁড়ানো মহিলাদের তাড়াহুড়ো না করার অনুরোধ জানান মন্ত্রী। যদিও এরপরও বিশৃঙ্খলা অব্যাহত।
১ সেপ্টেম্বর থেকে রাজ্যে চালু হচ্ছে এই প্রকল্প। মমতা বন্দ্যোপাধ্যায় জানান, ২৫ থেকে ৬০ বছর বয়সী মহিলারা লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের সুবিধা পেতে আবেদন করতে পারবেন। অনলাইনের পাশাপাশি, দুয়ারে সরকার প্রকল্পেও এজন্য আবেদন করা যাবে।