West Bengal News Live: রাজ্যে ১ দিনে করোনা সংক্রমিত ৫৪৭, মৃত্যু ৬ জনের
Get the latest West Bengal News and Live Updates: অবস্থান বিক্ষোভ শুরু করেন শান্তনু ঠাকুর সহ বিজেপি নেতারা
LIVE
Background
বিজেপির পশ্চিমবঙ্গ বাঁচাও দিবস ঘিরে ধর্মতলায় ধুন্ধুমার। রানি রাসমণি অ্যাভিনিউয়ে পুলিশের সঙ্গে ধস্তাধস্তি। গ্রেফতার দিলীপ, শুভেন্দু। পরে জামিন। লালবাজার থেকে জামিনে ছাড়া পাওয়ার পরেই বিস্ফোরক দিলীপ।
মোদি-বিরোধী মহাজোটের প্রস্তুতির মধ্যেই কংগ্রেস ভাঙাল তৃণমূল। অভিষেকের সঙ্গে দেখা করে জোড়াফুলে মহিলা কংগ্রেস সভানেত্রী সুস্মিতা দেব। শুধুই ক্ষমতার লোভ, খোঁচা কংগ্রেসের।
এক ব্যক্তি এক পদ নীতি মেনে তৃণমূলে রদবদল। ২২টি জেলাকে সাংগঠনিকভাবে ভাগ। একসঙ্গে ৬ মন্ত্রীকে অব্যাহতি। দায়িত্ব হারালেন মহুয়া, দিলীপ, তপন দাশগুপ্ত। গুরুত্ব বাড়ল তাপস, উদয়নের।
মুচিপাড়াকাণ্ডে ধৃত বিজেপি নেতা সজল ঘোষের জামিন। বাড়িতে গেলেন শুভেন্দু, অর্জুন। মিথ্যে মামলায় ফাঁসানোর চেষ্টার অভিযোগ। আইন আইনের পথে চলবে, পাল্টা তৃণমূল।
বিজয়গড়ে সিপিএমের সভায় বিজেপির অনিন্দ্য-রূপা। গেরুয়া শিবিরে যাওয়ার ভুল বলে সাফাই। প্রতিবাদে দলের সঙ্গে সম্পর্ক ত্যাগের হুঁশিয়ারি রাহুলের, ক্ষোভ শ্রীলেখারও। পাশে দাঁড়ালেন শ্যামল-কন্যা ঊষসী।
দুয়ারে সরকারে লক্ষ্মীর ভাণ্ডারের ফর্ম। উত্তর থেকে দক্ষিণ, জেলায় জেলায় চূড়ান্ত বিশৃঙ্খলা। ভিড়ে অনেকে অসুস্থ।
এবার অনলাইনেই মিউটেশন জমা, ট্রেড লাইসেন্স, বিল্ডিং প্ল্যানের আবেদন। কলকাতা-সহ ৬০ পুরসভায় মিলবে সুবিধে। ৩ মাসের মধ্যে বাকি পুরসভাতেও কার্যকর।
ভ্যাকসিনেশন নেওয়ার পরে আজ থেকে রাজ্যে ১০০ শতাংশ কর্মী নিয়ে কাজে কারখানা, তথ্য প্রযুক্তি সংস্থাকে ছাড়। খুলছে সায়েন্স সিটি, বিআইটিএম। পুরীর বাসিন্দাদের জন্য খুলল জগন্নাথ মন্দির।
West Bengal News Live: কোচবিহারে নিজের দোকানের সামনেই খুন তৃণমূল কর্মী
কোচবিহারে ফের তৃণমূলের গোষ্ঠী সংঘর্ষের অভিযোগ। নিজের দোকানের সামনেই খুন হলেন তৃণমূল কর্মী। জখম আরও একজন হাসপাতালে চিকিৎসাধীন। অভিযুক্তদের খোঁজ চলছে, জানালেন পুলিশ সুপার।
WB News Live Updates: ফের বিক্ষোভের মুখে জিতেন্দ্র তিওয়ারি
এক সপ্তাহের মধ্যে দ্বিতীয়বার। পাণ্ডবেশ্বরে ফের বিক্ষোভের মুখে পড়লেন জিতেন্দ্র তিওয়ারি। নেপথ্যে রয়েছে তৃণমূল, ইঙ্গিত বিজেপি নেতার। ক্ষোভ উগড়ে দিয়েছেন সাধারণ মানুষই, পাল্টা দাবি করেছে তৃণমূল।
West Bengal News Live: কলকাতা বিমানবন্দর থেকে বনগাঁ পর্যন্ত বিজেপির শহিদ সম্মান যাত্রা
কলকাতা বিমানবন্দর থেকে বনগাঁ পর্যন্ত বিজেপির শহিদ সম্মান যাত্রা। দফায় দফায় বিজেপির কর্মসূচি আটকাল পুলিশ। কর্মসূচির নেতৃত্বে ছিলেন বিজেপি সাংসদ ও কেন্দ্রীয় মন্ত্রী শান্তনু ঠাকুর।
WB News Live Updates: শিলিগুড়িতে বারবার বাধার মুখে বিজেপি নেতাদের কনভয়
শিলিগুড়িতে বারবার বাধার মুখে বিজেপি নেতাদের কনভয়। বাগডোগরার পথে নিশীথ প্রামাণিকের কনভয়ে ‘বাধা’। পুলিশের বিরুদ্ধে দুবার কনভয় আটকানোর অভিযোগ। বিজেপি বিধায়ক, দুই সাংসদকে নিয়ে বাগডোগরায় যাওয়ার পথে ‘বাধা’। পুলিশের বিরুদ্ধে কনভয় আটকে দেওয়ার অভিযোগ। বাগডোগরা থানায় আটক কর্মীদের দেখতে যাওয়ার পথে ‘বাধা’। বিমানবন্দরের দিকে যাওয়ার পথে ফের কনভয়ে ‘বাধা’। উল্টোদিক থেকে গাড়ি থেকে কনভয়ে বাধা দেওয়ার অভিযোগ। পুলিশের বিরুদ্ধে ষড়যন্ত্র করে কনভয়ে বাধা দেওয়ার অভিযোগ। এ ব্যাপারে এখনও পর্যন্ত পুলিশের কোনও প্রতিক্রিয়া মেলেনি।
West Bengal News Live: অগ্নিকাণ্ডের প্রায় ৩ বছর পর খুলে গেল বাগরি মার্কেট
অগ্নিকাণ্ডের প্রায় ৩ বছর পর খুলে গেল বাগরি মার্কেট। কলকাতা পুরসভার প্রশাসক ফিরহাদ হাকিম, দমকল মন্ত্রী সুজিত বসু, জোড়াসোঁকোর বিধায়ক বিবেক গুপ্তার উপস্থিতিতে এক অনুষ্ঠানের মধ্যে দিয়ে নতুন রূপে পথচলা শুরু করল ক্যানিং স্ট্রিটের এই বিখ্যাত মার্কেট।