West Bengal News Live: রাজ্যে ফের ঊর্ধ্বমুখী করোনা সংক্রমণ, একদিনে আক্রান্ত আটশোর কাছে
Get the latest West Bengal News and Live Updates:লোকশিল্প প্রয়োগে সেরা বালিগঞ্জ কালচারাল।সেরা পাড়ার পুজো একডালিয়া এভারগ্রিন।
LIVE
Background
কলকাতা: আজ সপ্তমী। সপরিবারে মা দুর্গার পিতৃগৃহে প্রবেশের দিন৷ ভোরে গঙ্গার ঘাটে নবপত্রিকা স্নানের পর দেবীর প্রাণ প্রতিষ্ঠা। শুচি শুদ্ধ করে উমাকে ঘরে তোলার পালা৷
কল্পভাবনায় সেরা পুজো আলিপুর ৭৮ পল্লি। শিল্পসুষমায় সেরা বাগুইআটির অর্জুনপুর আমরা সবাই। উৎস সন্ধানে সেরা আর্বানা। পরিবেশ চেতনায় শারদ সম্মান পেল হিন্দুস্তান ক্লাব। সেরা নস্টালজিয়া হাতিবাগান সর্বজনীনের। লোকশিল্প প্রয়োগে সেরা বালিগঞ্জ কালচারাল।সেরা পাড়ার পুজো একডালিয়া এভারগ্রিন। দায়বদ্ধতায় সেরার সম্মান যোধপুর পার্ক ৯৫ পল্লির। ইনস্টলেশনে সেরা সন্তোষপুর ত্রিকোণ পার্ক। মাতৃভাবনায় সেরা টালা বারোয়ারি। জীবনবোধে সেরা খিদিরপুর ২৫ পল্লি। নগরসৃজনে সেরার সম্মান সল্টলেক AE পার্ট ওয়ানের।
শ্রীভূমি স্পোর্টিংয়ে পুজোয় গোবিন্দা।
বঙ্গোপসাগরে ঘনীভূত নিম্নচাপ। অষ্টমী থেকে কলকাতা-সহ ৭ জেলায় বৃষ্টির আশঙ্কা। নবমীতে উপকূলবর্তী জেলায় বাড়বে বৃষ্টি। রাজ্যে একদিনে করোনা আক্রান্ত ৬০৬, ৯জনের মৃত্যু। উদ্বেগ বজায় রেখে দৈনিক সংক্রমণে শীর্ষে কলকাতা, ১৪৫জন আক্রান্ত। দৈনিক মৃত্যুতে শীর্ষে নদিয়া।
ওড়িশা, কর্নাটক-সহ ১২ রাজ্যে ডিজেল ১০০ পার! বাংলাতেও সেঞ্চুরির কাছে! কর চাপিয়েই বিনামূল্য টিকার ব্যবস্থা, বেফাঁস মন্তব্য কেন্দ্রীয় মন্ত্রীর।
দিল্লি হাইকোর্টে স্বস্তি রুজিরা বন্দ্যোপাধ্যায়ের। আজ সশরীরে হাজিরা দিতে হবে না পাতিয়ালা হাউস কোর্টে। থাকতে পারবেন আইনজীবী।
WB News Live Updates: রাজ্যে ফের ঊর্ধ্বমুখী করোনা সংক্রমণ, একদিনে আক্রান্ত আটশোর কাছে
রাজ্যে ফের ঊর্ধ্বমুখী করোনার সংক্রমণ। একদিনে আক্রান্ত আটশোর কাছে, ১০জনের মৃত্যু। দৈনিক সংক্রমণ-মৃত্যুতে উদ্বেগ রইল কলকাতায়।
WB News Live Updates: প্রায় দু’দশক পর ফের দুর্গাপুজোর আয়োজন আলিমুদ্দিন স্ট্রিটে
প্রায় দু’দশক পর ফের দুর্গাপুজোর আয়োজন আলিমুদ্দিন স্ট্রিটে। সপ্তমীর দিন পুজোর উদ্বোধন করলেন কলকাতায় নিযুক্ত মার্কিন কনসাল জেনারেল মেলিন্ডা পাভেক। উপস্থিত ছিলেন বহু বিশিষ্ট ব্যক্তি। সিপিএমের রাজ্য দফতরের গলির মুখে ১৮ বছর আগে বন্ধ হয়ে যায় এই পুজো।
WB News Live Updates: উত্তর থেকে দক্ষিণ- সপ্তমীর সাজে সাজল তিলোত্তমা
উত্তর থেকে দক্ষিণ--সপ্তমীতে সাজে সাজল তিলোত্তমা। মণ্ডপে মণ্ডপে প্রতিমা দর্শন। প্রাণ প্রতিষ্ঠার পরে ষোড়শ উপাচারে শুরু পুজো।
WB News Live Updates: শারদ আনন্দ বিশেষ সম্মান জিতে নিল পদ্মপুকুর বারোয়ারি সমিতির পুজো
সাবেকিয়ানাই পদ্মপুকুর বারোয়ারি সমিতির পুজোর আকর্ষণ। এবার ৮৫ তম বছর। মন্দিরের আদলে মণ্ডপে সাবেকি প্রতিমা। জিতে নিল শারদ আনন্দ বিশেষ সম্মান।
WB News Live Updates: সাবেকিয়ানার সঙ্গে আধুনিকতার মেলবন্ধন ঘটিয়েছে বেহালার পল্লিশ্রী সম্মিলনী
সাবেকিয়ানার সঙ্গে আধুনিকতার মেলবন্ধন ঘটিয়েছে বেহালার পল্লিশ্রী সম্মিলনী। পুজো হচ্ছে কোভিড বিধি মেনেই।