WB News Live Updates: রাজ্যে গত ১ দিনে নতুন করে করোনা সংক্রমিত ৭৩৯, মৃত্যু ৮ জনের
Get the latest West Bengal News and Live Updates:হাইকোর্টে ফের পিছিয়ে গেল নন্দীগ্রাম মামলার শুনানি। ভোট গণনাকে চ্যালেঞ্জ করে মমতার আবেদনের ফের শুনানি ১৫ নভেম্বর।
LIVE
Background
আপাতত রাজ্যে বন্ধই থাকবে লোকাল ট্রেন। গ্রামাঞ্চলে ৫০ শতাংশ ভ্যাকসিনেশন হওয়ার পরেই চলবে ট্রেন, জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী। কিছুটা ছাড় দিয়ে বিধিনিষেধ রাত ১১টা থেকে ভোর ৫টা পর্যন্ত।
তৃণমূলের ত্রিপুরা-অভিযানে আরও ধরপাকড়। খুনের চেষ্টা, লুঠপাট, ষড়যন্ত্রের ধারায় মামলায় আমবাসায় দেবাংশুর গাড়ির চালক-সহ গ্রেফতার ২। ব্রাত্য-সহ আজ ফের ত্রিপুরা যাচ্ছেন ৪ সাংসদ।
নারী নির্যাতনের অভিযোগে রাজ্য জুড়ে বিজেপির মহিলা মোর্চার মিছিলে ধুন্ধুমার। মিছিলে বাধা পুলিশের, বিজেপি কর্মীদের সঙ্গে ধস্তাধস্তি। বাংলা-সহ ৫ রাজ্যে উপ নির্বাচন নিয়ে কী মত? করোনাকালে গাইডলাইন নিয়ে রাজনৈতিক দলগুলির কাছে জানতে চাইল কমিশন। জানিয়ে দেব, বললেন মমতা। সিদ্ধান্ত নেবে দিল্লি, জানালেন শুভেন্দু।
হাইকোর্টে ফের পিছিয়ে গেল নন্দীগ্রাম মামলার শুনানি। ভোট গণনাকে চ্যালেঞ্জ করে মমতার আবেদনের ফের শুনানি ১৫ নভেম্বর। কলকাতা হাইকোর্ট থেকে মামলা স্থানান্তরের আর্জি শুভেন্দুর।
লক্ষ্মীর ভাণ্ডার ফর্ম পূরণেও কাটমানি নেওয়ার অভিযোগ। জলপাইগুড়িতে তৃণমূল নেতার আত্মীয়ের ভিডিও ভাইরাল। এবিপি আনন্দের খবরের জেরে গ্রেফতার। শাসকের লক্ষ্মীলাভ, কটাক্ষ বিজেপির।
সোমবার থেকে ফের দুয়ারে সরকার। বিনামূল্যে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের ফর্ম। অভিযোগ পেলেই পদক্ষেপ, হুঁশিয়ারি মুখ্যমন্ত্রীর। শুধুই ভাঁওতা, ডিম-ভাতের মতোই হবে অপমৃত্যু, অভিযোগ বিজেপির।
জল্পনা বাড়িয়ে দার্জিলিঙে বৈঠকে বিমল-বিনয়। আবার একমঞ্চে আসব কিনা ঠিক নেই, বললেন গুরুঙ্গ। ভোট বিক্রি ছাড়া আর কিছু জানে না, খোঁচা সিপিএমের। শান্ত থাকুক পাহাড়, বললেন গৌতম।
ইলামবাজারে ব্যবসায়ী-সহ ২জনকে অপহরণের পর খুন। জামালপুরে পরিত্যক্ত গাড়ির হদিশ। দেহের খোঁজে ডানকুনিতে তল্লাশি। জেরার মুখে লুঠের পরে খুনের কথা কবুল ৩ অভিযুক্তের, দাবি পুলিশের।
ডায়মন্ডহারবার হাসপাতাল চত্বরেই মদের আসর। এসডিপিও-র নেতৃত্বে অভিযান। গ্রেফতার তৃণমূল বিধায়কের ছেলে। গ্রেফতারের পর থানা থেকেই জামিন। আইন আইনের পথে চলবে, প্রতিক্রিয়া বিধায়কের।
সেবকে জাতীয় সড়কে ধস। প্রায় বিচ্ছিন্ন শিলিগুড়ি-কালিম্পং। ভারী বৃষ্টিতে বানভাসি মানিকচক। হিমাচলের কিন্নরে ধসে মৃত বেড়ে ১৪। ধ্বংসস্তূপে এখনও কয়েকজনের আটকে থাকার আশঙ্কা।
WB News Live Updates: নিউটাউনে তৈরি হল নতুন ওয়ার্ক পড
নিউটাউনে তৈরি হল নতুন ওয়ার্ক পড। যেখানে বসে, করা যাবে অফিসের কাজ। থাকছে নিজস্ব ডেস্ক, AC, ওয়াইফাইয়ের সুবিধা। এর জন্য ১ ঘণ্টায় দিতে হবে ২০ টাকা। এক মাসের জন্য প্রায় ৪ হাজার টাকা
WB News Live Updates: মুখ্যমন্ত্রীর স্পষ্ট ঘোষণার পরেও লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের ফর্ম বিলিকে ঘিরে বেনিয়মের অভিযোগ
মুখ্যমন্ত্রীর স্পষ্ট ঘোষণার পরেও লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের ফর্ম বিলিকে ঘিরে বেনিয়মের অভিযোগ উঠল পূর্ব বর্ধমানের পূর্বস্থলীতে। গৃহকর না মেটালে লক্ষ্মীর ভাণ্ডারের ফর্ম মিলবে না, এমনই শর্ত আরোপের অভিযোগ উঠেছে তৃণমূল পরিচালিত পঞ্চায়েতের বিরুদ্ধে। সাসপেন্ড করা হয়েছে প্রধানকে।
WB News Live Updates: ইলামবাজারের ব্যবসায়ী ও গাড়িচালককে খুনের কথা কবুল করল মূল অভিযুক্ত আখতার আলি মল্লিক
ইলামবাজারের ব্যবসায়ী ও গাড়িচালককে খুনের কথা কবুল করল মূল অভিযুক্ত আখতার আলি মল্লিক। নেশার ঘোরে খুন বলে জানিয়েছে ধৃতরা। গতকাল ব্যবসায়ী ও চালককে অপহরণ ও খুনের অভিযোগে তিনজনকে গ্রেফতার করে জামালপুর থানার পুলিশ।
WB News Live Updates: সাইবার প্রতারণার ই ওয়ালেট তৈরির চক্রের পর্দা ফাঁস, বাঁকুড়া থেকে গ্রেফতার ৯ অভিযুক্ত
সাইবার প্রতারণার ই ওয়ালেট তৈরির চক্রের পর্দা ফাঁস। বাঁকুড়া থেকে গ্রেফতার ৯ অভিযুক্ত। উদ্ধার প্রায় ৯ হাজার সিম। সাইবার বিশেষজ্ঞদের দাবি, ভুয়ো নথি দেখিয়ে কেনা সিমের সাহায্যে ই ওয়ালেট তৈরি করে এখন বিক্রি করছে জালিয়াতরা। ভুয়ো নথি দেখিয়ে সিম কেনার কারণে আসল অপরাধীরা থাকছে আড়ালে।
WB News Live Updates: নয়া নিয়ম, পুরসভার স্বাস্থ্যকেন্দ্রে দ্বিতীয় ডোজ সোমবার, বুধবার, শুক্রবার
কলকাতা পুরসভার স্বাস্থ্যকেন্দ্রে ভ্যাকসিন দেওয়ার ক্ষেত্রে নতুন নিয়ম। পুরসভার স্বাস্থ্যকেন্দ্রে দ্বিতীয় ডোজ দেওয়া হবে সোমবার, বুধবার, শুক্রবার। প্রথম ডোজ দেওয়া হবে মঙ্গল, বৃহস্পতি ও শনিবার। জানালেন কলকাতা পুর প্রশাসকমণ্ডলীর সদস্য অতীন ঘোষ